• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'মিডিয়াই এসব উসকে দিয়েছে'

    'মিডিয়াই এসব উসকে দিয়েছে'    

    'তারা অনেক রকম খবর বানায়। কথাও বেশি বলে। কোন ব্যাপারে কথা বলছে তা নিয়ে তাদের ধারণাও নেই। তারা ড্রেসিংরুমে ঝামেলা উস্কে দিতে চায়। এমন কিছু জিনিস দাবি করে তারা, যার কোনো ভিত্তিই নেই'। গতকাল বায়ার্ন মিউনিখকে হারানোর পরও অলিম্পিক লিঁওর বিপক্ষে সেই ম্যাচ নিয়েই সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন নেইমার। 

    ওই ম্যাচের পর এবারই প্রথম একসাথে খেললেন দুইজন। নেইমার-এডিনসন কাভানি দুজনই গোল করেছেন, তাদের দলও জিতেছে ৩-০ ব্যবধানে। দুইজন একসাথে উদযাপনও করেছেন দলের জয়।বায়ার্নের ম্যাচের পরও তাই ফিরে এসেছিল পুরনো সেই ঘটনা। কাভানির সাথে তার সম্পর্ক কেমন, আদৌ কাভানি ১ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে পেনাল্টি নিচ্ছেন কি না- এসব  প্রশ্নের জবাবেই ওই কথাগুলো বলেছেন নেইমার। 


    ম্যাচের আগে নেইমার আর কাভানির সাথে কথা বলেছিলেন পিএসজি কোচ উনাই এমেরি। কে  পেনাল্টি নেবেন- সেই সিদ্ধান্তটা দুজনের সাথে বসেই ঠিক করেছেন তিনি। নেইমারও জানিয়েছেন তেমনটাই। তবে নিজে মুখ খুলতে রাজি হননি। জানিয়েছেন এটা দলের সিদ্ধান্ত, মাঠেই দেখা যাবে প্রয়োগ। 

    যার সাথে মাঠের 'বিরোধ' নিয়ে এতো ঘটনা সেই কাভানিও জানিয়েছেন দলটা একটা পরিবারের মতো। মিডিয়াসেট প্রিমিয়াম দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'সবার দৃষ্টিভঙ্গিই আলাদা। কিন্তু দল হিসেবে মাঠে খেলার সময় আমাদের একটা পরিবারের মতো হওয়া উচিত। যেন সবার লক্ষ্যই এক।'।