• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিপিএলের মাঝপথেই পাকিস্তানে ফিরতে হবে সরফরাজ-আমিরদের

    বিপিএলের মাঝপথেই পাকিস্তানে ফিরতে হবে সরফরাজ-আমিরদের    

    আগের আসরের মতো এবারো বিপিএলে খেলতে আসবেন অনেক পাকিস্তানি ক্রিকেটার। ওই সময়ই দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও যাবেন অনেকেই। এবার পিসিবি বলছে, ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলার প্রতিজ্ঞা করলেই কেবল অনাপত্তিপত্র দেওয়া হবে সরফরাজদের। ফলে বিপিএলের মাঝপথেই কয়েকদিনের জন্য পাকিস্তানে ফিরতে হবে তাদের।

    আগামী নভেম্বরে প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে বিপিএল ও টি-টোয়েন্টি গ্লোবাল লিগ। এদিকে পাকিস্তানে ৭ নভেম্বর থেকে শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ 'ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ'। পিসিবি বলছে, বিপিএল কিংবা গ্লোবাল লিগ যেখানেই খেলতে যাক না কেন, পাকিস্তানের ক্রিকেটারদের নিজ দেশের এই টুর্নামেন্টে খেলতেই হবে, “বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু একই সাথে পাকিস্তানের ঘরোয়া লিগে জাতীয় দলের ক্রিকেটারদেরও দেখতে চাই। যদি ক্রিকেটাররা নিশ্চিত করে যে তারা ৭ থেকে ১৭ নভেম্বর ঘরোয়া লিগে খেলবে তাহলেই কেবল তাদের অনাপত্তিপত্র দেওয়া হবে বিদেশের টুর্নামেন্টের জন্য।”

    তবে এই নিয়ম আফ্রিদি, মিসবাহ ও ইউনিস খানের মতো অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য প্রযোজ্য হবে না বলেই জানিয়েছে বোর্ড। বোর্ডের সাথে চুক্তি না হওয়া মোহাম্মদ সামি ও সোহেল তানভিরের জন্যও এটা প্রযোজ্য নয়।