মেসির রেকর্ডের দিনে জিতল দশজনের বার্সা
২০১৭-১৮ মৌসুমটা দারুণ যাচ্ছে বার্সেলোনার। গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র বাদে চলতি মৌসুমে লা লিগা এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বাকি সব ম্যাচেই জয় পেয়েছে এর্নেস্তো ভালভার্দের দল। আজ ইউসিএল-এর তৃতীয় ম্যাচে কাতালানদের সামনে দাঁড়াতেই পারেনি গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস। ম্যাচের এক অর্ধ ১০ জন নিয়ে খেললেও হেসেখেলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। ফ্রিকিক থেকে লক্ষ্যভেদ করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের শততম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। ‘ইউরোপিয়ান সেঞ্চুরিয়ন’দের গ্রুপে ‘লা পুলগা’র একমাত্র সঙ্গী তারই 'প্রতিদ্বন্দ্বী' ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঠিকই জ্বলে ওঠেন মেসি। ৬১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের চমৎকার এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর মিনিট তিনেক পর ম্যাচে বার্সার তৃতীয় গোলেরও উৎস তিনিই। ৬৪ মিনিটে ডানপ্রান্তে অলিম্পিয়াকোসের এক ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে ক্রস করেন ‘লিও’। মেসির ক্রস থেকে বল পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে বার্সার জার্সিতে প্রথম গোলের দেখা পান লেফটব্যাক লুকাস ডিন।
জয়ের ব্যবধানটা অবশ্য আরও বড় হতে পারত বার্সার। প্রথমার্ধে পলিনহোর হেড ক্রসবারে প্রতিহত হলে সে যাত্রায় বেঁচে যায় অলিম্পিয়াকোস। এর কিছুক্ষণ পরে মেসির ডিফেন্সচেরা পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লুইস সুয়ারেজ। গোল হাতছাড়া করার চেয়েও বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল বার্সার জন্য। প্রথমার্ধের শেষদিকে জেরার্ড দেউলোফেউয়ের ক্রস থেকে বল জালে পাঠান পিকে। কিন্তু গোলের জন্য ইচ্ছাকৃতভাবে হাত ব্যবহার করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার। নিজের চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের ৯২তম ম্যাচে এসে এবারই প্রথম লাল কার্ড দেখলেন পিকে।
এত কিছুর আগে অবশ্য ম্যাচের শুরুর দিকেই লিড নিয়েছিল বার্সাই। চলতি মৌসুমে বার্সার দ্বিতীয় সর্বোচ্চ গোলের উৎস প্রতিপক্ষের আত্মঘাতী গোলেই এগিয়ে যায় কাতালানরা। ১৯ মিনিটে ডানপ্রান্ত থেকে দেউলোফেউয়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজের জালে ঠেলে দেন দিমিত্রিস নিকালু। অবশ্য ৯০ মিনিটে নিজ দলের হয়ে লক্ষ্যভেদ করেই আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেছেন অলিম্পিয়াকোস ডিফেন্ডার। সপ্তাহ দুয়েক পর গ্রিসে নিজেদের চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই দল।
‘ডি’ গ্রুপের অন্য খেলায় নিজেদের মাঠে স্পোর্টিং লিসবনের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে এনেছে জুভেন্টাস। ম্যাচের ১২ মিনিটে লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েন ‘তুরিনের বুড়ি’রা। তবে ২৯ মিনিটে মিরালিম পিয়ানিচ এবং ৮৪ মিনিটে মারিও মানজুকিচের গোলের পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন পাউলো দিবালারা। নয় পয়েন্ট নিয়ে বার্সা সবার ওপরে, ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জুভেন্টাস।