• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'ভালর শুরুটা হতে পারে বিপিএল দিয়েই'

    'ভালর শুরুটা হতে পারে বিপিএল দিয়েই'    

    গতবার খেলতে এসেছিলেন শিরোপা ধরে রাখতে। কুমিল্লা ভিক্টোরিয়ানস সেটা পারেনি। এবার তো দলই বদলে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা। কাল সিলেটে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে মাশরাফির দল রংপুর রাইডার্স। এবার আর শিরোপা ধরে রাখার চাপটা অন্তত নেই। তবে আরও অনেক কিছুর মতোই, মাশরাফির চিন্তাভাবনা এখানেও সম্পূর্ণই আলাদা। 

    ‘কিছু অনুভব করিনি আলাদা করে(শিরোপা ধরে রাখার ব্যাপারে)। এর আগে যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসেছি, ভাবার সুযোগ হয়নি, আসলে ভাবিনি, হয়তো আমি এমনই। এবারও মাঠের ক্রিকেটই খেলব। আমার ভাবনায় আর কিছু নেই।’ 

     

     

    সেই মাঠের ক্রিকেটেও ধাপে ধাপেই এগুতে চান তিনি, ‘প্রাথমিকভাবে সবাই লক্ষ্য ঠিক করে চ্যাম্পিয়ন হওয়ার। চেষ্টা করে সেভাবেই, এটা চাপ হয়ে যায়। আমার কাছে মনে হয়, কোয়ার্টার ফাইনাল যদি নিশ্চিত করতে পারি আগে, তাহলে তো এরপর সব ‘ডু অর ডাই ম্যাচ’। এটাইই গুরুত্বপূর্ণ।’  

    ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইলের মতো বিদেশী ক্রিকেটার আছেন রংপুরে, তবে তারা পৌঁছাননি এখনও। মাশরাফি তাই ব্যস্ত সবমিলিয়ে দলের কম্বিনেশনটা ঠিকঠাক করতে, ‘সবাই এক আছি। দল হয়ে খেলার চেষ্টা করছি। একেক জায়গা থেকে একেকজন আসে, কম্বিনেশন ঠিক করার চেষ্টা করছি।’ 

    এবার বিপিএলে প্রতি একাদশে বিদেশী ক্রিকেটার খেলানোর সুযোগ বেড়েছে একজন করে। এর দুইটি দিকই খুঁজে পাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমার জন্য মন্তব্য করা কঠিন। তবে আমি বাংলাদেশী হিসেবে বলবো, স্থানীয়দের একটা সুযোগ নষ্ট হলো। তবে তারা নিজেদের ‘উদ্দীপনা’ বাড়াতে পারে, লড়াইয়ের উদ্দীপনা। যেটা আমাদের মানসিকতায় ঘাটতি আছে, আন্তর্জাতিকে আমাদের ভুগতে হয়। যদি এখানেই সেটা বাড়িয়ে নিতে পারি যে, ছয়জনের জায়গাতেই খেলবো, তাহলে আন্তর্জাতিকে কাজে দিবে।’

    সব মিলিয়ে স্থানীয় ক্রিকেটারদের শেখার একটা ভাল উপলক্ষ্য দেখছেন মাশরাফি, ‘স্থানীয়দের জন্য এবার খুব ভাল সুযোগ। বেশ উত্তেজনাকর হবে এবারের টুর্নামেন্ট। কয়েকটা দল খুব ভাল। যদিও মনে করি না, টি-টোয়েন্টি থেকে খুব বেশি শেখার কিছু আছে। তবে সাঙ্গাকারার মতো ক্রিকেটার আছে, জয়াবর্ধনে, মুডিরা কোচ হিসেবে আছে। এমন নয়, তাদের কাছ থেকে তাদের দল ছাড়া অন্য কেউ শিখতে পারবে না।’

    সব মিলিয়ে বিপিএলই হতে পারে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের বিভীষিকা ভোলার একটা সুযোগ, ‘এটা তো আসলে ক্রিকেটারদের ওপরই নির্ভর করবে। যে সফরটা খারাপ গেছে, এমন হতে পারে, এখান থেকেই ভাল শুরু করা গেল। টি-টোয়েন্টিতে এমন অবস্থা আসতেই পারে, তবে এটা নির্ভর করছে নির্দিষ্ট ক্রিকেটারের ওপর। কাজটা কঠিন, কারণ সফরটা মানসিকভাবে সময় দরকার। তারপরও পেশাদার জীবনে এসব হয়, সবাই নির্দিষ্ট দলে ভাল খেলবে এমনই আশা করছি।’