• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মাশরাফির শূন্যতে শুরু, '০'-তে শেষ

    মাশরাফির শূন্যতে শুরু, '০'-তে শেষ    

    জার্সি নম্বর, নেহায়েতই একটা সংখ্যা কি? সবসময় তো না। ক্রিকেটারদের এই জার্সি নম্বরের পেছনে থাকে গল্প। বিভিন্ন জনের বিভিন্ন রকম বিশ্বাস, সংস্কার। আবার কেউ কেউ নিয়ে নেন যে কোনও একটা। বাংলাদেশের ক্রিকেটারদেরও তাই। কেউ নিজে বেছে নিয়েছেন, কেউ আবার বোর্ডের কাছ থেকে পাওয়া নম্বরটাই আপন করেছেন।  

    মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে ঘটেছে দুইরকম ঘটনাই। ক্যারিয়ার শুরু করেছিলেন ২০ নম্বর জার্সি দিয়ে। মাশরাফির সেই ওয়ানডে নম্বরটি দেয়া হয়েছিল বোর্ডের তরফ থেকেই। মাশরাফির ২০ নম্বরটা ভাল লাগেনি, পরে শূন্যটা বাদ দিয়ে নিয়েছিলেন শুধু ২। ২ নম্বর জার্সি ও মাশরাফি, সমার্থক হয়ে গিয়েছিল একে অপরের। এবার সেই ২ নম্বরটাও বাদ দিলেন, এ বিপিএল দিয়েই মাশরাফির গায়ে ০ নম্বর জার্সি শোভা পাচ্ছে। 

     

     

    আরও অনেক কিছুর মতো, এটার পেছনেও মাশরাফির একটা ব্যাখ্যা বা দর্শন আছে। কদিন আগেই মিরপুরে শের-ই-বাংলার এক আড্ডায় জানিয়েছিলেন সেটা। ২০ দিয়ে শুরু করেছিলেন, ২ পেরিয়ে ০, এ যেন এক চক্রপূরণ। মাশরাফি যেন শূন্যতে ফিরে ফিরে গিয়ে ফিরেছেন সেই শুরুতেই, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, এখন আছে ওয়ানডে। 

    ক্যারিয়ারের শেষাংশটুকুতে তাই মাশরাফির গায়ে ঝুলবে শূন্য নম্বর জার্সি। শূন্যে শুরু, ০-তে শেষ!