'আমি কী বলেছি, লোকে সেটা বোঝেনি'
রিয়াল মাদ্রিদ দর্শকদের নিয়ে করা মন্তব্যের ব্যাপারে নিজের দায় অস্বীকার করেছেন পেপে। মাদ্রিদে প্রায় এক যুগ কাটানো এই ডিফেন্ডার বলেছেন, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
তুরস্কের ক্লাব বেসিকতাসের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন পেপে। লিগে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তার দল, চ্যাম্পিয়ন্স লিগেও আছে নিজেদের গ্রুপের শীর্ষে। তবে তার সাবেক ক্লাবের দর্শকদের নিয়ে করা ‘মন্তব্য’ ঘিরেই উঠেছে বিতর্ক। পেপে বলেছিলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে ফুটবলারদের নিজে থেকেই নিজেদের উজ্জীবিত করতে হয়।’
তবে তুরস্কে দেয়া এক সাক্ষাতকারে পেপে বলেছেন ভিন্ন কথা, ‘লোকে আসলে বুঝতে পারেনি, আমি ইউয়েফার সঙ্গে সাক্ষাতকারে কী বলতে চেয়েছি। স্পেনে তো লোকে পারলে আমাকে মেরে ফেলে, আমি নাকি বলেছি মাদ্রিদের সমর্থকরা ভাল না। আমি সেটা বলতে চাইনি, আমি যেটা বলতে চেয়েছি, তারা ভিন্ন। এখানকার সমর্থকরা খেলাটাকে সম্পূর্ণ ভিন্নভাবে অবলোকন করে।’
‘আমি যখন খেলার পর বাড়ি এসে শুতে যাই, তখনও আওয়াজ পাই দর্শকদের। আসলে আপনাকে নিজে এসে দেখতে হবে, এখানকার অবস্থাটা। এখানে থাকতে পেরে আমি কৃতজ্ঞ’।
মাদ্রিদ ভক্তদের সম্পর্কে মন্তব্যটার ভুল ব্যাখ্যা হয়েছে দাবি করলেও পেপে বর্তমান ক্লাবকে নিয়ে আগের মন্তব্যেই অটুট আছেন তাই।