'বাড়াবাড়ি' না করতে মাশরাফির অনুরোধ
সংবাদ সম্মেলনেই বলে গিয়েছিলেন, আসলে ‘স্যরি’ বলা উচিৎ তারই। শুভাশীষ রায়ের সঙ্গে মাঠের ঘটনার পর মাশরাফি বিন মুর্তজা এবার বললেন, এ ঘটনাকে আর বাড়তে না দেয়াটাই হবে সমীচিন।
দেশের ক্রিকেটে মাশরাফির অবস্থান, ক্রিকেটে তার অবদান বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ উত্তপ্তই হয়ে উঠেছিল শুভাশীষকে নিয়ে। এবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওতে এসে মাশরাফি বলছেন, মাঠের ঘটনা মাঠেই রেখে আসা উচিৎ, উচিৎ নয় এটা নিয়ে বাড়াবাড়ি করাও।
‘প্রথমেই আমি ধন্যবাদ জানাই চিটাগং ভাইকিংসকে, আমাদের সঙ্গে খুবই ভাল ক্রিকেট খেলে তারা জিতেছে। আসলে যে জন্য এ ভিডিও করা, আমার মনে হচ্ছে, বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটু’, ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘অবশ্যই আমি মানুষের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। একই সঙ্গে শুভাশীষও বাংলাদেশের হয়ে খেলে। আমি সংবাদ সম্মেলনে বলেই এসেছি, আমি দুঃখিত। আমি সিনিয়র, আমার এরকম করা উচিত হয়নি। আমি ওভাবে প্রতিক্রিয়া না দেখালে সে হয়তো চলেই যেতো, এমন কিছু করতো না। মাঠের বিষয় মাঠে রাখাই ভাল।’
‘সে খুবই সম্ভাবনাময় বোলার। এমন নয়, সে হুট করে এসে খেলছে। সে লড়াই করে যুদ্ধ করে খেলছে, আমার মতোই। আমি একজন সাধারণ মানুষ হিসেব বললেও, আমি যে সম্মান পাচ্ছি, সেটা তারও প্রাপ্য। আজ যেটা ঘটেছে, এমন অনেক ঘটনা ঘটেছে মাঠে। আমরা সেসব স্বাভাবিকভাবেই নিয়ে থাকি, আজ কেন নিচ্ছি না, সেটা বুঝতে পারছি না। শুভাশীষ অবশ্যই আমার ছোট ভাই। আমার অবশ্যই ওভাবে শুরুটা করা উচিত হয়নি।’
‘সে সময় আসলে অবস্থাটাই এমন ছিল, দুই দলই জিততে পারতো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এটা নিয়ে বাড়াবাড়ি না করে এটা এখানেই শেষ করেন।’
‘আমরা সবাই বাংলাদেশের হয়ে খেলছি, সে আমার সতীর্থ, ছোট ভাই। আমরা এটা মনে রাখবো না, আপনারাও এটা নিয়ে বাড়াবাড়ি না করলে এটা এখানেই শেষ হয়ে যাবে। সুতরাং, দয়া করে আপনারা এটাকে বেশি বাড়তে দিয়েন না। তাহলে সেটা আমার বা শুভাশীষের কারও জন্যই ভাল হবে না। শুভাশীষকে তার অসাধারণ বোলিংয়ের জন্য অভিনন্দন জানাই। একই সঙ্গে তাসকিনকেও তার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা জানাই।’
পরে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসেছিলেন শুভাশীষ নিজেও। সেখানে ছিলেন মাশরাফিও। সেখানেও মাশরাফি বলেছেন একইরকম কথা, প্রকাশ্যে মাশরাফিকে ‘স্যরি’ও বলেছেন শুভাশীষ।