• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    আরও একবার বুফন-ক্যাসিয়াস

    আরও একবার বুফন-ক্যাসিয়াস    

    ১২ বছর আগের সেই স্মৃতিতে এতোদিনে ধুলো জমে গেছে। জুভেন্টাস সেবার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল। সেমিফাইনালে তাদের পার হতে হয়েছিল রিয়াল মাদ্রিদের বাধা। সেই জুভেন্টাসের সবাই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন, শুধু আছেন একজন। মজার ব্যাপার, সেই রিয়ালেরও একজন ছাড়া সবাই বুটজোড়া তুলে রেখেছেন। অনেকেই এই দুজনের নাম হয়তো অনুমান করে নিয়েছেন, ইকার ক্যাসিয়াস ও জিয়ানলুইজি বুফন।

     

     

    আধুনিক ক্যারিয়ারে গোলকিপিং গ্রেটদের নাম বললে এই দুজনের নাম নিতে হবে শুরুর দিকেই। এক দশকেরও বেশি সময় ধরে দুজন ক্লাব ও জাতীয় দলের আস্থার প্রতীক হয়ে আছেন। মধ্যে খানিকটা দুঃসময় গেছে, কিন্তু সেটা কাটিয়ে দুজনেই ফিরেছেন জয়ীর বেশে। দুজন মিলে ২৮৩টি উয়েফার ম্যাচ খেলেছেন, বিশ্বকাপসহ সম্ভাব্য সব বড় ট্রফিই জিতেছেন। বুফনের ক্যারিয়ারে শুধু একটা অতৃপ্তিই থাকবে- কখনও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। এদিক দিয়ে ক্যাসিয়াস অনেকটাই এগিয়ে- তিনবার জিতেছেন এই শিরোপা।

     

    দুজনেই ক্যারিয়ারে অনেকবার মুখোমুখি হয়েছেন। তাতে কখনও জিতেছেন বুফন, কখনও ক্যাসিয়াস। তবে দুজনেই একে অন্যকে দারুণ শ্রদ্ধা করেন। ক্যাসিয়াস যেমন বলছেন, "জিজি একজন অসাধারণ মানুষ, আমাদের সবার জন্য রোল মডেল। আমার মনে হয় তিনি আমার চেয়ে বছর তিনেকের বড়, কিন্তু খুব দ্রুত সাফল্য পেয়েছেন। এবং গত বছর দশেক ধরে তিনি সেরা তিন গোলরক্ষকের মধ্যে আছেন। সেরা তিন যদি না হয়, সেরা পাঁচে তো বটেই। এটা অবিশ্বাস্য, কারণ এর মধ্যে অনেক গোলরক্ষক এসেছে, অনেকে চলে গেছে। কিন্তু জিজি ঠিকই আছেন।"

     

    ক্যাসিয়াসকেও তো কম উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়নি। হোসে মরিনহোর শেষ মৌসুমে প্রথম একাদশে ব্রাত্য হয়ে পড়েছিলেন। বিশ্বকাপে স্পেনের হয়ে বিপর্যয়ের পর তো অনেকে তাঁর শেষই দেখে ফেলেছিলেন। কিন্তু সেখান থেকে দারুণভাবে ফিরে সমর্থকদের ভুল প্রমাণ করেছেন।

     

    আজ রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের লড়াইয়ে অনেকেরই চোখ থাকবে রোনালদো-তেভেজদের ওপর। মধ্যমাঠে পিরলো-ক্রুসরা হয়তো গড়ে দিতে পারেন ব্যবধান। আলো কেড়ে নিতে পারেন কিয়েলিনি-রামোসরাও। কিন্তু খেলা শুরুতে যখন বুফন-ক্যাসিয়াস বাহুবন্ধনী পরে হাত মেলাবেন, নিজের অজান্তেই যেন প্রতিপক্ষকে একটা বার্তা দেবেন। কে জানে, ম্যাচের শেষে হয়তো সব আলো কেড়ে নেবেন এঁদেরই একজন!