বুফনকে ক্রোয়েশিয়া দলে জায়গা দিতে চান রাকিতিচ!
ম্যাচ শেষে কান্নাভেজা চোখেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ইতালির বিশ্বকাপ যাত্রা প্লে-অফেই থেমে গেলে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙ্গে যায় জিয়ানলুইজি বুফনের। ক্রোয়েশিয়া ও বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিতিচ বলছেন, বিশ্বকাপে যাওয়া ক্রোয়েশিয়া দলে নিজের জায়গাটা বুফনকে দিতে চান!
রাকিতিচ জানিয়েছেন, বুফনের কান্না ছুঁয়ে গেছে তাঁকেও, “বুফন ফুটবলকে যা দিয়েছেন সেটা বলে শেষ করা যাবে না। আমি ক্রোয়েশিয়া দলে নিজের জায়গা তাঁর জন্য ছেড়ে দিতেও প্রস্তুত। ম্যাচ শেষে তাঁর সাক্ষাৎকার দেখেই কান্না এসেছিল আমার। তাঁর কান্না দেখে যে কারোরই অবশ্য কান্না আসবে। বুফনের মতো ফুটবলারের এরকম বিদায় কিছুতেই মেনে নেওয়া যায় না।”
বুফন অবশ্য রাকিতিচের এই সম্মানের জবাব একটু মজা করেই দিয়েছেন, “গোলরক্ষক হিসেবে তো আমি এখনো খেলতে পারি। কিন্তু ক্রোয়েশিয়া দলের মিডফিল্ডার হিসেবে তোমার জায়গায় খেলাটা হয়ত খুব বুদ্ধিমানের কাজ হবে না! প্রস্তাবটা অবশ্য খারাপ ছিল না। তোমার কথায় আমি খুব খুশি।”
রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হবে রাকিতিচের বার্সেলোনা ও বুফনের জুভেন্টাস।