• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মাঠে নকল টাকা ছুড়ে টিকেটের বাড়তি দামের প্রতিবাদ

    মাঠে নকল টাকা ছুড়ে টিকেটের বাড়তি দামের প্রতিবাদ    

     

    টিকেটের বাড়তি দাম নিয়ে বেশ কয়েকদিন ধরেই ইউয়েফার সমালোচনা করে আসছিলেন তাঁরা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আন্ডারলেখটের মাঠে খেলা দেখতে যাওয়া বায়ার্ন মিউনিখ ভক্তরা এবার প্রকাশ্যেই প্রতিবাদ জানালেন। খেলা চলার সময় মাঠে নকল টাকা ছুড়ে মেরেছেন অ্যাওয়ে ম্যাচ দেখতে আসা বায়ার্ন সমর্থকরা।

     

     

     

    সফরকারী বায়ার্ন মিউনিখের ভক্তদের জন্য আন্ডারলেখট কর্তৃপক্ষ টিকেটের মূল্য নির্ধারণ করেছিল ১০০ ইউরো। অনুমিতভাবেই এই উচ্চমূল্য মেনে নিতে পারেননি বায়ার্ন সমর্থকরা। আন্ডারলেখটের ভ্যানডেন স্টক স্টেডিয়ামে খেলা দেখতে আসা কয়েক হাজার বায়ার্ন ভক্ত সাথে নিয়ে এসেছিলেন প্রতিবাদী পোস্টার। সেখানে লেখা, “ ১০০ ইউরোতে আপনাদের লোভ কি মিটেছে?”

     

    খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মাঝেই বায়ার্ন ভক্তদের কয়েকজন মাঠে ৫০০ ইউরোর নকল নোট ছুড়ে মারেন। টিকেটের বাড়তি মূল্য নিয়ে পিএসজির মাঠেও স্লোগান দিয়েছিল বায়ার্ন ভক্তরা। সেবার তাঁরা বলেছিলেন, “ একটা টিকেটের জন্য ৭৫ ইউরো? আমরা নেইমার না! দাম কমাও।”