• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দেশীদের নিয়ে অতৃপ্তি তামিমের, আশার আলো দেখছেন মাহমুদউল্লাহ

    দেশীদের নিয়ে অতৃপ্তি তামিমের, আশার আলো দেখছেন মাহমুদউল্লাহ    

    সিলেট, ঢাকা পর্ব শেষ, বিপিএলের অর্ধেক প্রায় পেরিয়ে গেছে। দেশী বোলাররা দাপট দেখালেও ব্যাটসম্যানদের আলো ছড়ানোর মিছিলের পুরোভাগে শুধুই বিদেশীরা। প্রথম তিনে কোনো বাংলাদেশী নেই, এরপর আছেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ। শীর্ষ দশে আছেন এর বাইরে শুধু মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হক। ব্যাটসম্যানদের ক্ষেত্রে তামিম ইকবাল যেমন জানালেন, দেশীদের আরও ভালো খেলা উচিত ছিল। তবে আরিফুলদের মতো জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যানরা যেভাবে খেলছেন, তা আশাবাদী করছে মাহমুদউল্লাহকে।

    কুমিল্লা অধিনায়ক তামিম এখন পর্যন্ত নিজেই সেভাবে খুঁজে পাননি। চোটের জন্য সিলেটে নামতে পারেননি, এরপর তিন ম্যাচ খেলে সর্বোচ্চ করেছেন ২১। তবে সামগ্রিকভাবে দেশীদের আরও ভালো করা উচিত ছিল বলেই মনে করেন , ‘একজন বাংলাদেশি হিসেবে বলবো, আমরা যতোটা ভালো খেলেছি, তার চেয়ে ভালো করা উচিত ছিলো। এ ক্ষেত্রে আমি আমার কথা বলতে পারি। আমি নিজের কাছে আরো ভালো কিছু আশা করি, যা আমি করতে পারিনি। স্থানীয়দের যে পারফর্ম্যান্স হয়েছে, তাতে খুশি হওয়ার কিছু নেই।’

    তবে গত কয়েকটি ম্যাচে দেশীরা ভালো করছেন, সেটাও তামিম মনে করিয়ে দিলেন, ‘শুরুটা যেমন ছিলো, এখন তার চেয়ে ভালো হচ্ছে। আমি আশা করি বিপিএলের বাকি অংশে স্থানীয়রা ম্যাচ জেতানো পারফর্ম করবে।’ খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহও দেশীদের ধীরে ধীরে ভালো খেলাটা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, ‘‘মার্কিং করাটা আসলে কঠিন। ৬০-৭০ ভাগ প্লেয়াররা হয়তো পারফর্ম করছে। প্রথমদিকে হয়তোবা তারা একটু স্ট্রাগল করেছে, যেহেতু পাঁচজন করে বিদেশী ক্রিকেটার খেলছে। তবে আস্তে আস্তে অনেকেই ভালো পারফর্ম করছে। দেশী বোলাররা বেশ ভালো করছে, ব্যাটসম্যানরাও রানে আছে। এটা একটা ইতিবাচক দিক।’

    পাঁচ বিদেশীদের কারণে দেশী ব্যাটসম্যানরা সুযোগ পাচ্ছেন না ঠিকঠাক, মোসাদ্দেক-নাফীসসহ অনেকেই তা নিয়ে অনুযোগ করেছেন। তামিমও সেটি মানেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, পাঁচজন বিদেশির কারণে যে সব স্থানীয় ক্রিকেটার উপরের ব্যাটিং করতে পারতো, তাদেরকে শেষমেষ নিচে ব্যাটিং করতে হচ্ছে। এটাকে আমি অজুহাত হিসেবে দেখাতে চাই না, কারণ আমার মনে হয় যারা যেমন খেলেছে, তাদের আরো ভালো খেলা উচিত ছিলো।’ তবে সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, ‘বিদেশি চারটা বা পাঁচটা; যাই হোক, আপনি পারফর্ম করলে আপনার ভালো লাগবে। এদের পারফর্ম করাও একটা ভালো ব্যাপার। কারণ বিদেশি যারা আছে, সবাই মানসম্পন্ন। আপনারা যদি আরিফুলের ইনিংস দেখেন, ওই ইনিংসটা দারুণ ছিলো। এ রকম ইনিংস যদি প্রতি ম্যাচে বা প্রতি দুই ম্যাচে হয়; আমাদের ক্রিকেটের জন্য ভালো।’

    মাহমুদউল্লাহ বরং ব্যাপারটা দেখছেন একটা চ্যালেঞ্জ হিসেবে, ‘আমার মনে হয় তাদের বিপক্ষে খেলতে পারাটা ভালো একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটাই ক্রিকেটার হিসেবে আমাদের কাজ। পাঁচজন বিদেশী খেলানোতে একদিক দিয়ে ভালো হচ্ছে, ভিন্ন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবার সুযোগ পাচ্ছি আমরা। তবে দেশী ক্রিকেটারদের পারফর্ম করাটাও জরুরী। আমার মনে হয় দেশী ক্রিকেটাররা সবাই এখন টাচে আছে। এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো।’

    ভুলে যাওয়ার শুরুর পর সাব্বির রানে ফিরেছেন, মুশফিকও সর্বশেষ ম্যাচে রান পেয়েছেন। মাহমুদউল্লাহ, ইমরুল, মুমিনুলরা তো ভালো করছেনই। আপাতত দেশীরা এ থেকেই খুঁজে নিতে পারেন আশার আলো।