মালিঙ্গার স্লোয়ার-ইয়র্কার 'রপ্ত' করছেন রুবেল
কিছুটা স্লিংগিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরুর দিকে রুবেল হোসেনকে বারকয়েক ‘তুলনা’ করা হয়েছে লাসিথ মালিঙ্গার সঙ্গে। রুবেল এরপর অ্যাকশন বদলিয়েছেন, এখন তো বলতে গেলে হাই-আর্ম অ্যাকশনই তার। তবে অ্যাকশন নয়, মালিঙ্গার কাছ থেকে রুবেল শিখতে চাচ্ছেন অন্য কিছু। সেজন্য অবশ্য মালিঙ্গাকে পাচ্ছেন হাতের কাছেই। রংপুর রাইডার্সের শেষ ম্যাচে দারুণ জয়ে অন্য পেসারদের সঙ্গে ভূমিকা ছিল মালিঙ্গা-রুবেলেরও।
‘মালিঙ্গার বোলিং সম্পর্কে সারা বিশ্বের মানুষই জানে। সে ডেথ ওভারে যেভাবে বোলিং করে আমি তার কাছ থেকে চেষ্টা করছি সেটা জানার। শেষের দিকে এত ভালো ইয়র্কার কি করে মারে! অনুশীলনেও শেখার চেষ্টা করছি’, চট্টগ্রামে বলেছেন রংপুর রাইডার্সের পেসার।
ইয়র্কারের সঙ্গে রুবেলের সেখার ইচ্ছা মালিঙ্গার অন্যতম প্রধান অস্ত্র স্লোয়ারটাও, ‘সে স্লোয়ারের গ্রিপটাও ভিন্নভাবে করে। আমি ওইটা নিয়ে কাজ করছি। এখনই ওই গ্রিপটা আমি চেষ্টা করছি না। আরও কদিন পর করব।’
এ গ্রিপটা আয়ত্ত করাটা অবশ্য খুব সহজ মনে হচ্ছে না রুবেলের। তবে বিশ্বাস হারাচ্ছেন না, ‘সে তো একটা আঙুল ব্যবহারই করে না(স্লোয়ারের সময়)। নেটে আমি দুই-একবার চেষ্টা করেছি। কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। তবে এটা আমি রপ্ত করতে পারব।’
বিপিএলে শুরুর চেয়ে এখন বোলিংটা ভাল হচ্ছে বলেও মনে করছেন তিনি।