• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মিলনকে ভুলিয়ে দিলেন সাইফ উদ্দিন

    মিলনকে ভুলিয়ে দিলেন সাইফ উদ্দিন    

     

    কদিন আগেই বিপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড লিখিয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি। আরেকটু জন্য সেই ‘কীর্তি’ গড়ে ফেলতেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে সেটা না হলেও ভুলে যাওয়ার মতো আরেকটি দিন গেছে তাঁর। বিপিএলের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন কুমিল্লার এই অলরাউন্ডারেরই।

    এই তো, কদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে এক ওভারে ৩১ রান দিয়েছিলেন সাইফ। আজ অন্তত সেরকম কোনো লক্ষণ ছিল না। প্রথম দুই ওভার তো দুর্দান্ত করেছিলেন, দুই ওভারে দিয়েছিলেন মাত্র ছয় রান। তৃতীয় ওভারটা একটু খরচে, তারপরও ১২ রানের বেশি হলো না। কিন্তু শেষ ওভারেই ড্যারেন স্যামি সব দুঃস্বপ্ন নিয়ে অপেক্ষা করছিলেন তাঁর জন্য।

    শেষ ওভারে সাইফের প্রথম বলটা ডিপ ব্যাকওয়ারড স্কোয়ার দিয়ে চার মারলেন স্যামি। পরের বলটা ফুল লেংথের, এবার লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করলেন স্যামি। তামিম-মালিক এসে কথা বললেন সাইফের সঙ্গে, পরের বলে হলো দুই রান। এর পরের বলটা ওয়াইড দেওয়ার পর আবারও ভুল করলেন সাইফ উদ্দিন। এবার লং অনের ওপর দিয়ে আবারও স্যামির ঝড়। পরের বলটা ওয়াইড, এর পর আবারও সাইফ দিলেন হাফ ভলি। এবার অফ স্টাম্পের বাইরের বলটা ডিপ কাভার দিয়ে স্যামি পাঠালেন গ্যালারিতে। শেষ বলটা আবারও ফুলটস, স্যামির আরেকটি ছয়। এক ওভারেই হলো ৩২ রান।

    বিপিএলের এক ওভারে এটাই সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। এর আগে ২০১৩ সালে সিলেটের বোলার নাজমুল হোসেন ঢাকার বিপক্ষে এক ওভারে দিয়েছিলেন ২৯ রান। গেইল একাই মেরেছিলেন তিন ছয়। ২০১২ সালে চট্টগ্রামের স্কট স্টাইরিস এক ওভারে দিয়েছিলেন ২৭ রান। কী কাকতাল, সেবারও আততায়ীর নাম ক্রিস গেইল। সিলেটের হয়ে ওই ওভারে দুই ছয় মেরেছিলেন গেইল। ২০১৫ সালে ঢাকার রায়ান  টেন ডেসকাটের এক ওভার থেকে ২৭ রান নিয়েছিলেন বরিশালের এভিন লুইস।

    (সূত্রঃ ক্রিকিনফো)