• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গেইলকে আউট করার 'রহস্য' জানালেন রাহী

    গেইলকে আউট করার 'রহস্য' জানালেন রাহী    

    এখন পর্যন্ত বিপিএলে সবচেয়ে বেশি উইকেট তাঁর। আবু জায়েদ রাহী এবার খুলনা টাইটান্সের হয়ে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। যে ১৩টি উইকেট পেয়েছেন, তাঁর মধ্যে একটির কথা আলাদা করেই বলবেন। ক্রিস গেইলকে আউট করার পর তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল, উইকেটটা তাঁর জন্য কতটা মূল্যবান। আজ সকালে এমএ আজিজ স্টেডিয়ামের অনুশীলন শেষে রাহী জানালেন গেইলকে আউট করার রহস্যের কথা।

    ওই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে গেইল পর পর দুই চার মেরেছিলেন। পরের বলে ছয় মারার পর খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ এসে কথা বললেন রাহীর সঙ্গে। পরের বলে অফ স্টাম্পের বাইরে ব্যাট চালাতে গিয়ে আকাশে উঠিয়ে দিলেন গেইল, পুরানের ক্যাচের পরেই আনন্দে ফেটে পড়লেন রাহী। অধিনায়কের সঙ্গে কী কথা হয়েছিল, সেটাই আজ জানালেন রাহী।

     

     

    ‘গেইল সেই সময়ে রিদমে আসছিল। ও যখন মারা শুরু করে তখন সব বোলারই একটু আতঙ্কে থাকে। রিয়াদ ভাই ওই সময়ে এসে বলেছিল,‘‘যেহেতু ওই দিক থেকে মারছে এখন রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং কর। একটু ওয়াইড বোলিং করিস। ও তাহলে এদিক দিয়ে উপরে টানতে চাইবে। যদি এজ হয় তাহলে ভালো।’’ মূলত টার্গেট ছিল ওকে বাউন্ডারি দিব না। উইকেট ভাগ্যক্রমে পেয়ে গেছি।’

    উইকেট পেলেও রানটা একটু বেশি দিয়ে দিচ্ছেন রাহী। সেটার কারণও ব্যাখ্যা করলেন, ‘একটু এক্সপেনসিভ হয়ে যাচ্ছে কারণ পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করতে হচ্ছে। এটা অনেক কঠিন। কারণ প্রথম ওভার কিংবা তৃতীয় বা দ্বিতীয় বা চতুর্থ ওভার বোলিং করতে হচ্ছে। এটা একটু কঠিন।’

     
    বিপিএলে রাহীর পরেই আছেন ঢাকার পেসার আবু হায়দার রনি ও শহীদ আফ্রিদি। বিশেষ করে রনির সঙ্গে প্রতিযোগিতাটা বাংলাদেশী পেসারদের জন্য আশার আলো হিসেবেই দেখছেন, ‘এটা আমার জন্য দেশের ভবিষ্যতের জন্য ভালো। এটা নিয়ে রনির সাথে গতকাল কথা হয়েছে। ও বলছিল,‘‘ভাই আপনি একবার উপরে যাচ্ছেন আবার আমি একটা নিয়ে উপরে যাচ্ছি।’’ হয়তোবা আমাদের মধ্যে এ ধরনের একটা প্রতিযোগিতা আছে। এটা ভালো।