• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'আল-আমিনকে নিয়ে দুশ্চিন্তা নেই'

    'আল-আমিনকে নিয়ে দুশ্চিন্তা নেই'    

    অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত পেসার আল-আমিন হোসেনকে নিয়ে কোনও দুশ্চিন্তা করছেন না কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অতীত অভিজ্ঞতার কারণেই আল-আমিন এ সমস্যা কাটিয়ে উঠবেন বলে আশা করছেন তিনি। 

    ‘আল-আমিনের ব্যাপারটা তো আসলে আম্পায়াররা ধরেছে। ফুটেজটা আমি ঠিকমতো দেখিনি। আর আল-আমিনের এমন অভিযোগ আগেই ছিলো। সে সেটা কাটিয়ে উঠেছে। আশা করি আবারও সে তাই করবে। এটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আর, সে আরও অন্তত ১৪দিন খেলতে পারবে।’


    আরও পড়ুন 
    ক্রিকেটের চাকিং রহস্য 


    ২৮ নভেম্বর খুলনা টাইটানসের সঙ্গে ম্যাচে আল-আমিনের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। মূলত একটি ডেলিভারি তাদের কাছে সন্দেহজনক লেগেছে, আরিফুল হকের উইকেটটি যে বলে নিয়েছিলেন। ১৪ দিনের মাঝে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে রিপোর্ট করতে হবে তাকে, তবে এর আগ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন বোলিং। 

    এর আগে ২০১৪ সালে প্রশ্নবিদ্ধ হয়েছিল আল-আমিনের বোলিং অ্যাকশন। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে বোলিংয়ের সময় তার অ্যাকশন সন্দেহজনক লাগে আম্পায়ারদের। সে বছরেরই নভেম্বরে চেন্নাইয়ে আইসিসির ল্যাবে পরীক্ষা দিয়ে তার অ্যাকশন ‘শুদ্ধ’ প্রমাণিত হয়। 

    বিপিএলের এ আসরে আল-আমিনই প্রথম বোলার, যার অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরী হলো। গত আসরে কেভন কুপার ও আরাফাত সানির অ্যাকশন সন্দেহজনক লেগেছিল আম্পায়ারদের কাছে। তবে দুই বোলারই এবারের আসরে বোলিং করছেন।