• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ চ্যাম্পিয়নস লিগে কার কী সমীকরণ?

    কিক অফের আগেঃ চ্যাম্পিয়নস লিগে কার কী সমীকরণ?    

    প্রায় মাস দুয়েকের তুমুল প্রতিযোগিতার পর আজ পর্দা নামছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ১৭-১৮ মৌসুমের গ্রুপপর্বের। এরই মাঝে ৮টি দল নিশ্চিত করেছে শেষ ষোল-র টিকেট। শেষের সমীকরণটা কারও জন্য সহজ একেবারেই (ম্যানচেস্টার ইউনাইটেড), আবার কাউকে প্রার্থনা করতে হবে অলৌকিক কিছুর (অ্যাটলেটিকো মাদ্রিদ)। আগামীকালের ৮টি ম্যাচের পরই জানা যাবে আগামী ১১ ডিসেম্বর সুইজারল্যান্ডের নিওনে শেষ ষোল-র ড্র-তে থাকছেন কারা...

     

    অ্যাটলেটিকোর যত হিসাবঃ

    গত কয়েক মৌসুম ধরেই ইউসিএল-এর অন্যতম ধারাবাহিক দল তারা। দিয়েগো সিমিওনে কোচ হওয়ার পর দু’বার ফাইনালও খেলেছে ‘লস রোহিব্লাঙ্কোস’রা। দুবারই ফাইনাল হারলেও ইউরোপের অন্যতম সেরা ক্লাবের কাতারে ঠিকই চলে এসেছে তারা।

    কিন্তু নতুন মৌসুমটা ভাল যাচ্ছে না অ্যাটলেটিকোর। ৫ ম্যাচ শেষে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে তারা। শেষ ষোল-র টিকেট পাকা করতে সিমিওনের দলের সামনে হিসাবটা বেশ জটিল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অবশ্য ম্যাচটি জিতলেই যে অ্যাটলেটিকোর পরবর্তী রাউন্ড নিশ্চিত, এমনটিও নয় মোটেই। অ্যাটলেটিকো জিতলে আর ওদিকে নিজেদের মাঠে কারাবাগের কাছে রোমা হারলেই কেবল শেষ ষোল-তে জায়গা করে নেবে তারা।

    শেষ ষোল নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা এখনও নিশ্চিত নয় চেলসির। আজ যদি অ্যাটলেটিকো জেতে আর রোমা কারাবাগকে হারায়, সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে রোমাই।

     

    বার্সেলোনার সঙ্গী কে?

    সপ্তাহ দুয়েক আগে তুরিনে জুভেন্টাসের সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থান নিয়ে লড়াইটা জমে উঠেছে বেশ।

     

     

    ৫ ম্যাচ শেষে জুভেন্টাসের সংগ্রহ ৮ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩য় স্থানে আছে স্পোর্টিং লিসবন। আজ ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে হারাতেই হবে স্পোর্টিং-এর। স্পোর্টিং ড্র করলে আর অলিম্পিয়াকোসের বিপক্ষে জুভেন্টাস হেরে গেলেও ‘হেড টু হেড’-এ এগিয়ে থাকায় বার্সার সঙ্গী হবে ‘তুরিনের বুড়ি’রাই।

     

    স্বস্তিতে নেই লিভারপুলঃ

    সেভিয়ার মাঠে প্রথমার্ধ শেষে ৩-০ গোলের লিড। ম্যাচটি জিতলে তখনই পরবর্তী রাউন্ড নিশ্চিত করত লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে শেষমেশ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলকে। এই ড্র-এ জমে উঠেছে ‘ই’ গ্রুপ। তিন দলেরই সম্ভাবনা থাকছে গ্রুপপর্ব পার করার।

    ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে ২য় স্থানে সেভিয়া। ৩য় স্থানে থাকা স্পার্টাক মস্কোর পয়েন্ট ৬। আগামীকাল অ্যানফিল্ডে তাই জয়ের বিকল্প নেই স্পার্টাকের। ওদিকে মারিবোরের বিপক্ষে হার এড়ালেই হবে সেভিয়ার। তবে স্পার্টাক যদি লিভারপুলকে হারিয়ে দেয়, আর সেভিয়া যদি মারিবোরের সাথে ড্র করে, তখন তিন দলেরই পয়েন্ট হবে ৯। সেক্ষেত্রে ‘হেড টু হেড’-এ এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ডে যাবে সেভিয়া। ওদিকে লিভারপুল, স্পার্টাকের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটিই হবে সেভিয়ার সঙ্গী।

     

    নিশ্চিত নয় ইউনাইটেডওঃ

    গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতে জিতলেও এখনও নিশ্চিত নয় ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী রাউন্ডে যাওয়া। কারণ বাসেল এবং সিএসকেএ মস্কোর পয়েন্ট ৯। আজ ওল্ড ট্র্যাফোর্ডে সিএসকেএর বিপক্ষে হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ‘রেড ডেভিল’রা।

     

     

    ইউনাইটেড-সিএসকেএ ম্যাচ ড্র হলে আর বাসেল জিতে গেলে শেষ ষোল-র ড্র-তে যাবে সুইজারল্যান্ডের চ্যাম্পিয়নরাই। গ্রুপের দুই ম্যাচ ড্র হলেও ‘হেড টু হেড’-এ এগিয়ে থাকায় পরের রাউন্ডে যাবে বাসেলই।

     

    নাপোলি না শাখতার?

    ইতালিয়ান সিরি আ-তে ২য় স্থানে থাকলেও ইউসিএল-এ নাপোলির ফর্ম বেশ হতাশাজনক। ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া নাপোলির পরবর্তী রাউন্ডে যাওয়ার হিসাবটা তাই বেশ জটিল। গ্রুপের তলানীতে থাকা ফেইনুর্দের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

    ওদিকে ৯ পয়েন্ট নিয়ে ২য় স্থানে থাকা শাখতার দনেৎস্কের শেষ ষোল-তে অংশগ্রহণও নিশ্চিত নয়। নাপোলি, ফেইনুর্দকে হারালে নিজেদের মাঠে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে হার এড়ালেই হবে শাখতারের।

     

     

    এছাড়া ‘বি’ এবং ‘এইচ’ গ্রুপের ম্যাচগুলোকে নিছক আনুষ্ঠানিকতা বললেও মনে হয় না খুব একটা ভুল হবে। ‘বি’ থেকে প্যারিস সেইন্ট জার্মেই এবং ‘এইচ’ থেকে টটেনহাম হটস্পার্স এরই মধ্যে নিশ্চিত করেছে গ্রুপের শীর্ষস্থান। রানার আপ হিসেবে যাচ্ছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ।

    ‘জি’ গ্রুপের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাচ্ছে বেসিকতাস। ২য় এবং ৩য় স্থানে থাকা পোর্তো এবং আরবি লাইপজিকের পয়েন্ট সমান (৭)। গ্রুপপর্বের শেষ ম্যাচটি দুই দলই খেলবে নিজেদের মাঠে। পোর্তোর প্রতিপক্ষ গ্রুপের তলানীতে থাকা মোনাকো। ওদিকে লাইপজিক খেলবে বেসিকতাসের বিপক্ষে। পোর্তো, লাইপজিক দুই দলই জিতলে বা ড্র করলে ‘হেড টু হেড’-এর কারণে শেষ ষোল-তে যাবে পোর্তোই।