• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'বার্সা ও পিএসজিকে ভয় পায় না চেলসি'

    'বার্সা ও পিএসজিকে ভয় পায় না চেলসি'    

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬ তে ওঠা হয়নি। চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে তাই চেলসির প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা কিংবা পিএসজির মতো বড় দলও। চেলসি কোচ আন্তোনিও কন্তে বলছেন, বার্সা-পিএসজি কাউকেই ভয় পাচ্ছেন না তিনি।

     

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করেছে চেলসি। অন্য ম্যাচে কারাবাগকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে রোমা। দ্বিতীয় হয়ে ওঠায় চেলসির সামনে পড়তে পারে লিওনেল মেসি কিংবা নেইমারের দল।

     

     

     

    কন্তে মনে করেন, প্রতিপক্ষ যেই হোক তাতে কিছুই যায় আসে না চেলসির, “চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর মতো জায়গায় উঠলে যেকোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। বার্সেলোনা, পিএসজি, বেসিকতাস; কাউকেই আমরা ভয় পাই না। এটা ইউরোপের সেরা টুর্নামেন্ট। আমরা সব দলের বিপক্ষে খেলার জন্যই প্রস্তুত আছি। অন্যরাও তো আমাদের পেয়ে খুব খুশিও হবে না!”

     

    গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়াতে কোনো আফসোস নেই কন্তের, “ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় আমার জাতীয় দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়নি, স্পেনের সাথে খেলা পড়েছিল, এরপর জার্মানি। চ্যাম্পিয়ন না হলে ফ্রান্সের সাথে পড়ত। বড় টুর্নামেন্টে আসলে এটা খুব চিন্তার বিষয় না। পরের রাউন্ডে উঠেছি, এতে আমরা খুশি। মাঝে মাঝে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ না।”