'মাস্ক অফ জরোর' বেশে শাখতার কোচ!
শেষ ১৬ তে যাওয়ার জন্য ড্র করলেই চলতো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবশ্য ২-১ গোলের দারুণ এক জয় নিয়েই পরের রাউন্ডে উঠেছে শাখতার দনেৎস্ক। এই মৌসুমে সিটিকে প্রথম হারের স্বাদ দেওয়ার পর স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন শাখতার কোচ পাউলো ফনসেকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঘটালেন অদ্ভুত এক কান্ড, পর্দা কাঁপানো চরিত্র ‘জরোর’ মুখোশ পরেই হাজির হলেন ফনসেকা!
৪৪ বছর বয়সী ফনসেকা বলছেন, সিটিকে হারানোর মুহূর্তটা তাঁর কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা, “এটা আমার ক্যারিয়ারের সেরা প্রেস কনফারেন্স। এই ফলাফলে খুব বেশি খুশি আমি। শুধু শাখতার ভক্ত নয়, পুরো ইউক্রেনের মানুষেরই আমাদের নিয়ে গর্ব করা উচিত।”
জরোর মুখোশ পরে সংবাদ সম্মেলনে আসার পর হাসির রোল পড়ে যায় সবখানেই। আসলে মৌসুমের শুরুতেই ফনসেকা জানিয়েছিলেন, যদি তাঁর দল দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে, তাহলে জরোর বেশেই সাংবাদিকদের সামনে আসবেন। শাখতার পৌঁছে গেছে পরের রাউন্ডে, ফনসেকাও তাঁর কথা রাখলেন!