প্রতিশোধ নিয়ে ফাইনালে বার্সা
বার্সা সমর্থকদের মনে কাটার মত বিঁধে ছিলো স্মৃতিটা। বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে মোট ৭-০ হারের লজ্জা। সেই সাথে ছিলো টুর্নামেন্ট থেকে বিদায় নেবার আক্ষেপও। কিন্তু এবার সেই বেদনা কিছুটা হলেও ফিরিয়ে দিতে পেরেছে বার্সেলোনা।
প্রথম লেগে ম্যাচের অধিকাংশ সময় গোলশূন্য থাকার পর মেসি-নেইমারের জাদুতে ৩-০ গোলের জয় পায় বার্সা। স্কোরলাইন যাই বলুক ম্যাচটি ছিলো উত্তেজনার বারুদে ঠাসা। একেবারে হতাশ করেনি দ্বিতীয় লেগের ম্যাচটিও।
বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে বার্সার বিরুদ্ধে করতে হতো ৪টি গোল। সেই লক্ষ্যে এগিয়ে যায় তারা। সেট পিস থেকে ম্যাচের ৭ম মিনিটে বায়ার্ন এগিয়ে যায় ডিফেন্ডার মেহেদি বেনাটিয়ার গোলে। মনে হচ্ছিলো বার্সাকে ভালোই ভোগাবে বায়ার্ন। কিন্তু তা হতে দিলেন না নেইমার। ম্যাচের ১৫ আর ২৯ মিনিটে জোড়া গোল করে বায়ার্নকে প্রায় ছিটকে দেন চ্যাম্পিয়ন্স লীগ থেকে। এই দুই গোলের ফলে বার্সা দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ১-৫ গোলে। আর জিততে হলে তাই বায়ার্নকে দিতে হত আরো ৫টি গোল।
প্রথম লেগের মত হাল ছেড়ে দেননি বায়ার্ন খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত লড়াই করেছেন তারা। ৫৯ আর ৭৪ মিনিটে রবার্ট লেওয়ানডস্কি আর টমাস মুলারের গোলে হালকা আশার আলো ফিরে পান জার্মান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত আর প্রথম লেগের শেষ ১২ মিনিটের ভুলের কোন প্রতিকার করতে পারেনি বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেলো মেসি,নেইমারের বার্সেলোনা।