"আমি নিশ্চিত আবারও পাশে পাব তাঁদের"
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে আসার পর এ মুহূর্তে বিপাকে আছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে ড্র করলে তো বটেই, ৩-২ বা ৪-৩ ব্যবধানে জিতলেও শেষ হয়ে যাবে তাদের শিরোপা স্বপ্ন। কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে কোচ কার্লো আনচেলত্তির ভরসা এখন এক মাস পর করিম বেনজেমার ফেরা ও ঘরের মাঠের সমর্থন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বেনজেমা এখন একশো ভাগ ফিট বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার, “নিজেকে ফিরে পেতে (চোট কাটিয়ে) কিছুটা সময় দরকার ছিল তাঁর, তবে এখন সে প্রস্তুত। শুরু থেকেই খেলতে পারে সে অথবা আসতে পারে কিছুটা পরেও। সে আমাদের আরও কার্যকরীভাবে আক্রমণাত্মক খেলার সুযোগ করে দেয়, কারণ ‘টিপিকাল’ কোন স্ট্রাইকার সে নয়। শুধুমাত্র গোলই সে করে না, বরং সতীর্থদের সক্ষম করে আরও ভালো খেলতে।”
স্বাগতিক দর্শকদের অকুণ্ঠ সমর্থনও রিয়ালের প্রয়োজন বলে মন্তব্য করেন আনচেলত্তি। এ সময় উঠে আসে গত শনিবারের একটি ঘটনা, ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার একটি ম্যাচে সেদিন দর্শকদের দুয়ো শুনেছিলেন অনেক দিন ধরেই সমালোচিত ক্লাব ক্যাপ্টেন ইকার ক্যাসিয়াস, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই; “ভক্তরা যখন একজন কোচ বা খেলোয়াড়ের উদ্দেশ্যে শিস দেয় (বা দুয়ো), প্রত্যেকেই বুঝতে পারে এটা। প্রচুর পরিমাণ অভিজ্ঞতা আছে তাঁর(ক্যাসিয়াসের), এবং এ ধরনের ব্যাপারে সে অভ্যস্ত। এটা তাঁকে প্রভাবিত করে না। বরং আমার মনে হয় তাঁকে আরও বেশি উদ্বুদ্ধ করে এটা।” উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৫০তম ম্যাচ খেলবেন আজ ক্যাসিয়াস।
তবে আনচেলত্তি মনে করেন না, বুধবারেও(আজ) এমন কিছু হবে। কোন ম্যাচটা গুরুত্বপূর্ণ, মাদ্রিদ ভক্তরা তা ভালোভাবেই বোঝেন বলে তাঁর ধারণা; “অতীতে বহুবার তাঁরা(সমর্থকেরা) আমাদের পাশে দাঁড়িয়েছেন, যেমনটা দাঁড়িয়েছিলেন অ্যাটলেটিকোর বিপক্ষে(এবারের কোয়ার্টার ফাইনালে) এবং গত বছর সেমিফাইনালে (বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে)। আমি নিশ্চিত, আবারও আমাদের পাশের দাঁড়াবেন তাঁরা।”