• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ১২ বছর পর জুভেন্টাস

    ১২ বছর পর জুভেন্টাস    

    ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠে গেল জুভেন্টাস। আজকের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ১ – ১ গোলে ম্যাচ ড্র হলেও প্রথম লেগে ২ – ১ গোলে জুভেন্টাসের জয়ের ফলে দুই লেগের এগ্রিগেটে ৩ – ২ স্কোর নিয়ে ফাইনালে পৌঁছায় জুভেন্টাস।

     

    ফাইনালে আরেকটি এল ক্লাসিকো দেখার জন্য আজকের ম্যাচে রিয়ালের প্রয়োজন ছিলো মাত্র একটি গোল। আর সেটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৩ তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন তিনি। এরপরে রিয়ালের দরকার ছিলো পুরো ম্যাচে গোল না হজম করে কাটিয়ে দেয়ার। তাহলেই ২-২ গোলের এগ্রিগেটে ম্যাচ ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে চলে যেত লস ব্লাঙ্কোসরা। কিন্তু ফুটবলের বিধাতা লিখে রেখেছিলেন অন্য কাহিনী। সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা ৫৭তম মিনিটে সমতায় ফেরান জুভেন্টাসকে।

     

     

    প্রথম লেগে তুরিনে ২-১ গোলে হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচেও গোল করেছিলেন রোনালদো আর মোরাতা। পরে কার্লোস তেভেজের পেনাল্টির ফলে জয় পায় তুরিনের “ওল্ড লেডি”রা। কিন্তু ওই ম্যাচে রিয়ালের একটি অ্যাওয়ে গোল থাকায় হেরেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা ছিলো রিয়ালের। কিন্তু শেষ পর্যন্ত সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ।

     

     

    বার্লিনে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তাই মুখোমুখি হচ্ছে বার্সা আর জুভেন্টাস। মেসির নামের পাশে কি তবে শোভা পাবে আরেকটি ইউরোপ সেরার মুকুট ?  নাকি মেসি,নেইমারদের সামনে দেয়াল হয়ে দাঁড়াবেন বুফন,পিরলো আর পগবারা।