পিএসজি-রিয়াল ম্যাচের টিকেটের মূল্য ১৩ লাখ টাকা!
শেষ ষোলোর ড্রয়ের পর থেকেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। চ্যাম্পিয়নস লিগের পিএসজি-রিয়াল মাদ্রিদ ম্যাচে টিকেটের চাহিদা মেটাতে হিমশিম খেতে হবে কর্তৃপক্ষকে, সেটা অনেকটাই অনুমেয়ই ছিল। জানা গেছে, এরই মাঝে বিক্রি হয়ে গেছে প্যারিসের স্টেডিয়ামের অধিকাংশ টিকেট। বেঁচে যাওয়া টিকেট বিক্রি হচ্ছে অবিশ্বাস্য ১৪ হাজার ইউরোতে!
আগামী বছরের ৭ মার্চ দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়ালকে আতিথিয়তা দেবে পিএসজি। ম্যাচের সময়সূচি নির্ধারিত হওয়ার পর থেকেই টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন ফ্রান্সের দর্শকরা। মাত্র কয়েকদিনের মাঝেই বিক্রি হয়ে গেছে প্রায় সব টিকেট। ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়, স্বাভাবিকভাবে টিকেট কেনার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।
তবে ‘বিশেষ উপায়ে’ কেনা যাবে আরও বেশ কিছু টিকেট। ক্লাবের ওয়েবসাইটে নতুনভাবে ছাড়া হয়েছে কয়েকশ টিকেট। টিকেটের মূল্য অবশ্য ‘আকাশছোঁয়া’ বললেও কম হবে। সর্বনিম্ন ৩১৫ ইউরো থেকে সর্বোচ্চ ১৪,৬৯৫ ইউরো পর্যন্ত ধরা হয়েছে টিকেটের দাম! এই চড়া মূল্যেও অবশ্য টিকেট বিক্রি বন্ধ হয়নি। খুব দ্রুতই নাকি শেষ হয়ে যাবে বাকি টিকেটগুলোও।
১৪ ফেব্রুয়ারি বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল- পিএসজি। ৭ মার্চ ফিরতি লেগে ফ্রান্সে খেলবে দুই দল।