• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফাইনালে দুই শত্রু সুয়ারেজের

    ফাইনালে দুই শত্রু সুয়ারেজের    

    ৬ই জুন ক্লাব শ্রেষ্ঠত্ব রক্ষার চূড়ান্ত লড়াইয়ে বার্লিনে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস, এ তথ্য এতক্ষণে জানা হয়ে গেছে প্রায় সকলেরই। অনেকে হয়তো এও জেনে থাকবেন যে, জুভেন্টাস শিবিরে দু-দুজন পুরনো শত্রু রয়েছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের, যাদের একজন আজ ভদ্রভাষায় রীতিমত হুমকিই দিলেন তাঁকে।

     

    এতটুকু পড়ে যাদের কিঞ্চিত ভ্রু কুঞ্চিত হয়েছে তাঁদের মনে করিয়ে দেবার উদ্দেশ্যে- ২০১১ সালের ইংলিশ প্রিমিয়ার লীগের একটি ম্যাচ, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল। সুয়ারেজ তখন লিভারপুলে, আর ফ্রেঞ্চ তারকা প্যাট্রিক এভরা ম্যান ইউতে। ম্যাচের এক পর্যায়ে এভরাকে জাত তুলে গাল দেন সুয়ারেজ, পরবর্তীতে ঘটনাটা প্রমাণিত হবার পর ৪০০০০ পাউন্ড জরিমানা ও আট ম্যাচের জন্যে নিষিদ্ধ করা হয় সুয়ারেজকে। দুজনের দ্বৈরথটা শেষ নয় এখানেই, ২০১২ সালের ফেব্রুয়ারিতে অন্য একটি ম্যাচে এভরার সাথে করমর্দন করতে অস্বীকৃতি জানান সুয়ারেজ। সেই প্যাট্রিক এভরা এখন জুভেন্টাসে।

    ফাইনালে সুয়ারেজকে ঠেকাতে পরিকল্পনা সাজিয়ে চলা আরও এক জুভেন্টাস ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। কিয়েলিনির ঘটনাটা তো সবারই মনে থাকার কথা, গেল বিশ্বকাপে ইতালি-উরুগুয়ে ম্যাচ চলাকালীন সময়ে তাঁকে কামড় দিয়ে বসেন উরুগুয়ান স্ট্রাইকার, এবারের নিষেধাজ্ঞাটা চার মাসের।

    দুজনের মধ্যে এভরা এ বিষয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে, জানিয়েছেন সুয়ারেজ অতীতে তাঁর সঙ্গে হাত মেলাতে রাজি না হলেও ফাইনালে তিনি(এভরা) অবশ্যই করমর্দন করবেন তাঁর(সুয়ারেজ) সাথে। হুমকিটা এল এর পরপরই, “তবে মাঠে যেন সে আমাকে(উপস্থিতি) টের পায়, সেটা আমি নিশ্চিত করব।”