• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    যে তালিকায় বোথাম-ওয়াকারকে ছাড়িয়ে রাবাদা

    যে তালিকায় বোথাম-ওয়াকারকে ছাড়িয়ে রাবাদা    

    ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। গতকাল প্রকাশিত আইসিসি র‍্যাংকিংয়ে ইংল্যান্ডে জেমস অ্যান্ডারসনকে টপকে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে শীর্ষস্থান অর্জন করলেন তিনি।

     

     

    ১। কাগিসো রাবাদাঃ

     

    ২০১৭ সালে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। এবার টেস্টের শীর্ষস্থানটাও দখল করলেন ৮২৬১ দিন বয়সী রাবাদা। বয়সের দিক দিয়ে শীর্ষে ওঠা বোলারদের মাঝে তিনিই সর্বকনিষ্ঠ। 

     

    ২। জর্জ লোহম্যানঃ

     

    ১৮৮৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেন ৮২৮৮ দিন বয়সে।

     

     

    ৩। ইয়ান বোথামঃ

     

    ১৯৭৮ সালের আগস্টে ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর স্থান দখল করেন মাত্র ৮৩০৯ দিন বয়সে।

     

    ৪। জোয়ি পালমারঃ

     

    ১৮৯২ সালের মার্চে ৮৪১০ দিন বয়সে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেন অস্ট্রেলিয়ান পেসার জোয়ি পালমার।

     

    ৫। ওয়াকার ইউনুসঃ 

     

    ১৯৯৩ সালের জানুয়ারিতে ৮৪৪৮ দিন বয়সে প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর বোলার হন পাকিস্তানের ওয়াকার ইউনুস