ভারতকে ধবলধোলাই করতে চায় দক্ষিণ আফ্রিকা
প্রথম দুই টেস্টে তাঁদের দুর্দান্ত বোলিংয়ের কাছে পাত্তাই পায়নি ভারত। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরে বসে আছে বিরাট কোহলির দল, সাথে ধবলধোলাইয়ের শঙ্কাটাও চোখ রাঙ্গানি দিচ্ছে। কাগিসো রাবাদা বলছেন, ভারতকে ৩-০ ব্যবধানে হারানোই এখন তাঁদের লক্ষ্য।
সিরিজ নিশ্চিত হলেও শেষ টেস্টে ভারতকে একচুল ছাড়ও দিতে রাজি নন রাবাদা, ‘প্রত্যেকটা ম্যাচেই আমরা জিততে চাই। জয় ছাড়া অন্য কিছু আমাদের কারো মাথাতেই আসে না। ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জেতা নিশ্চিত হয়েছে বলেই যে জয় চাইবো না তেমনটা নয়। ভারতকে আমরা শেষ টেস্টে হারিয়ে হোয়াইটওয়াশ করতে চাই।’
পুরো সিরিজে ভারতের ব্যাটিং সাফল্য বলতে দ্বিতীয় টেস্টে কোহলির সেই সেঞ্চুরি। রাবাদা মনে করেন, ভারত কোহলির ওপরে অতিরিক্ত নির্ভরশীল, ‘আমার মনে হয় তারা কোহলির ওপর একটু বেশি নির্ভর করে। আমরাও অবশ্য কয়েকজনের দিকে তাকিয়ে থাকি বড় স্কোরের জন্য। কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান এতে কোনো সন্দেহ নেই। তবে ম্যাচ জেতার জন্য দলের সবাইকে পারফর্ম করতে হবে।’