• লা লিগা
  • " />

     

    রোনালদো ফিরলেন, ফিরল রিয়ালও

    রোনালদো ফিরলেন, ফিরল রিয়ালও    

    সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দুই ম্যাচে গোলই করতে পারেনি রিয়াল মাদ্রিদ। আর শেষ দুই লিগের ম্যাচেও জেতা হয়নি তাঁদের। রিয়ালের সেই রাগটাই আজ গেল দেপোর্তিভো লা করুনার ওপর দিয়ে। ৭-১ গোলে দেপোর্তিভোকে উড়িয়ে দিয়ে লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল, ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে জোড়া গোল করেছেন নাচো ফার্নান্দেজও, আরেকটি এসেছে লুকা মদ্রিচের লং রেঞ্জ শট থেকে। তবে বড় জয়ের পাশাপাশি রিয়াল সমর্থকদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক খবর বোধ হয় রোনালদোর গোলে ফেরা। দুই গোলের সাথে এক অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

     

     


    লিগের ১৮ থেকে রিয়ালের মাঠে খেলতে গিয়েছিল দেপোর্তিভো। এই মৌসুমে জালের ঠিকানা খুঁজে পাওয়াটাই যাদের জন্য হয়ে দাঁড়িয়েছিল কঠিন পরীক্ষা, তারাই অবশ্য প্রথম চমকটা দেখিয়েছিল ম্যাচে। ২৩ মিনিটে লুকাস পেরেজের ক্রস থেকে আদ্রিয়ান লোপেজ গোল করলে রিয়ালের ওপর চাপটা বেড়ে যায় আরও। কিন্তু ওই গোলটাই বোধ হয় রিয়ালের জেগে ওঠার ডাক ছিল। এর পর গুণে গুণে সাতবার দেপোর্তিভোকে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে। 



    ম্যাচের আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর রিয়ালের আক্রমণের নেতৃত্বটা আসলে দিয়েছেন মার্সেলো। প্রথমে নিজেই শট চালিয়েছিলেন গোলে, কিন্তু দেপোর্তিভো গোলরক্ষক রুবেন মার্টিনেজের হাতে লেগে, বারপোস্ট ছুঁয়ে সেই বল আর গোলে পরিণত হয়নি। মিনিট খানেক পরেই অবশ্য সমতায় ফেরে রিয়াল। মার্সেলোর পাস থেকে গোল করেন নাচো।

    সমতায় থাকা ম্যাচ বিরতিতে যাওয়ার আগেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। ইনজুরি থেকে ফিরে এ বছরটা দারুণ শুরু করেছেন গ্যারেথ বেল। আজও শুরু থেকেই সপ্রতিভ ছিলেন তিনি, পরে করেছেন দুই গোল। ৪২ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে ডিবক্সের ভেতর থেকে দেখার মতো এক গোল করে ম্যাচে দলকে এগিয়ে দেন বেল। ওয়েলশম্যানের গোলের উৎসও ছিল বাঁ প্রান্ত থেকে করা মার্সেলোর ক্রস।

    দ্বিতীয়ার্ধে দারুণ শুরুর পর রিয়ালের তিন নম্বর গোলটা মনে হচ্ছিল সময়ের ব্যাপারই। ৫৮ মিনিটে  সেই বেলই আরও একবার পেয়ে যান গোল, এবার কর্নার থেকে হেডে জালে জড়ান তিনি। ৬৪ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেই বাঁ প্রান্ত থেকে দেওয়া পাসে রোনালদোকে খুঁজে পেয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু পর্তুগিজের নেওয়া শট চলে যায় বারপোস্টের অনেক বাইরে দিয়ে। অনেকদিন পর 'বিবিসি' ত্রয়ী একসাথে অবশ্য বেশিক্ষণ  খেলার সুযোগ পায়নি। বেল বদলি হয়ে মাঠ ছেড়েছেন ৮২ মিনিটে, ততোক্ষণে ৬ গোলে করে ফেলেছে রিয়াল।

    ৬৮ মিনিটে রোনালদোর ব্যাকহিল থেকে গোল করেন মদ্রিচ। রিয়াল ক্যারিয়ারে মদ্রিচের করা ১৩ গোলের ১১টিই বক্সের বাইরে থেকে। এর কিছুক্ষণ পর অবশ্য এক গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ নষ্ট করেছেন দেপর্তিভো স্ট্রাইকার ফ্লোরিন আন্ডোন। এর বাইরে দ্বিতীয়ার্ধে খুঁজেই পাওয়া যায়নি দেপোর্তিভোকে।

    ৭২ মিনিটেই গোলটা পেতে পারতেন রোনালদো। মার্সেলোর ক্রস বুকে নামিয়ে এনে শটও করেছিলেন, সে দফায়ও গোল পাওয়া হয়নি তার। সেই আফসোসে অবশ্য খুব বেশিক্ষণ পুড়তে হয়নি পর্তুগিজকে। ৭৮ আর ৮৪ মিনিটে দুই গোল করে রিয়ালের জয়টাকে আরও বড় করেছেন রোনালদো। প্রথমটা করেছেন পা দিয়ে, পরেরটা হেডে।  ৮৮ মিনিটে দেপোর্তিভোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাচো। আর  রোনালদোর ফেরার দিনে মৌসুমের সবচেয়ে বড় জয়টা পায় রিয়াল।