• লা লিগা
  • " />

     

    সুয়ারেজের 'সেঞ্চুরি'তে বার্সার বড় জয়

    সুয়ারেজের 'সেঞ্চুরি'তে বার্সার বড় জয়    

    দিনের শুরুতে দেপোর্তিভো লা করুণার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে জোড়া গোল করতে দেখেছিলেন। রিয়াল বেটিসের বিপক্ষে দুই গোল করে আজকের দিনের হিসাবটা যেন বরাবরই করে নিলেন লিওনেল মেসি। বেটিসকে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। মেসির মতই জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। কাতালানদের হয়ে অন্য গোলটি করেছেন ইভান রাকিটিচ। আজকের জয়ে লা লিগায় এখনও অপরাজিত থাকল বার্সা। ওদিকে এই সপ্তাহে নিজেদের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র এবং ভ্যালেন্সিয়া হেরে যাওয়ায় লা লিগা টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করল এর্নেস্তো ভালভার্দের দল। 

     

     

     

    স্কোরবোর্ড দেখে একপেশে মনে হলেও প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই বার্সাকে বেশ ভালোই টেক্কা দিয়েছে বেটিস। প্রথমার্ধে মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে বেশ কয়েকবার পরীক্ষায়ও ফেলেছিলেন হোয়াকিন, আন্দ্রেয়াস গুয়ার্দাদোরা। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে বেটিসকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে বার্সা। মেসিদের পাঁচ গোলের প্রতিটিই এসেছে দ্বিতীয়ার্ধে। বিশেষ করে ৫৯ থেকে ৬৯- এই ১০ মিনিটের ঝড়ে বেটিসকে ম্যাচ থেকে ছিটকে দেয় কাতালানরা। ৫৯ মিনিটে গোলোৎসবের সূচনা করেন রাকিটিচ। প্রতি আক্রমণে সুয়ারেজের থ্রু পাস থেকে সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্তোনিও আদানকে পরাস্ত করেন এই ক্রোয়েশিয়ান। রাকিটিচের গোলের মাত্র মিনিট পাঁচেক পরই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বেটিস রক্ষণভাগের ভুলে আদানকে একা পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি 'এলএম১০'। 

     

     

    মেসির গোলের পর থেকে প্রতি আক্রমণে খেলতে থাকে বার্সা। বল দখলের লড়াইয়ে বেটিস তখন এগিয়ে থাকলেও ৬৯ মিনিটে বার্সাকে তিন গোলের লিড এনে দেন সুয়ারেজ। ডানপ্রান্ত থেকে রাকিটিচের ক্রসে শরীর বাঁকিয়ে ডানপায়ের দর্শনীয় ভলিতে গোল করেন সুয়ারেজ। বার্সার আকস্মিক আক্রমণে দিশেহারা বেটিস ম্যাচের বাকিটা সময় শত চেষ্টা করেও ফাঁকি দিতে পারেনি জেরার্ড পিকে, টার স্টেগেনদের। উল্টো ৮০ মিনিটে বেটিসের তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।  লা লিগার একমাত্র ফুটবলার হিসেবে গত ১০ মৌসুমের প্রতিটিতেই ২৫ বা তদোর্ধ্ব গোলের রেকর্ড করলেন লিও। ম্যাচের মিনিটখানেক বাকি থাকতে আবারও এক প্রতি আক্রমণে মেসির পাস থেকে বেটিসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সুয়ারেজ। দ্বিতীয় উরুগুইয়ান (দিয়েগো ফোরলান, ১২৮) হিসেবে লা লিগায় গোলের 'সেঞ্চুরি' পূরণ করলেন 'এল পিস্তোলেরো'।

     

    আজকের জয়ে ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল বার্সা। দুই নম্বরে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৩। ৪০ পয়েন্ট নিয়ে তিন-এ আছে ভ্যালেন্সিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এক ক্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল রিয়াল।