'আর কিছুক্ষণ ক্রিজে থাকলেই সেঞ্চুরি পেতাম'
আগের দুই ম্যাচেই করেছেন ৮৪ রান। ১৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা যে ভালোভাবেই পোড়াচ্ছে তামিম ইকবালকে, সেটা নিজেই জানিয়েছিলেন। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন কাল, তবে আবারও আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন তামিম। তামিম বলছেন, আর কিছুক্ষণ ক্রিজে থাকলেই হয়ে যেত সেঞ্চুরি।
অল্পের জন্য প্রতিবার সেঞ্চুরিবঞ্চিত হওয়ায় হতাশ তামিম, ‘সেঞ্চুরি পেলে তো ভালোই হতো। শেষ দুই ম্যাচেও অনেক কাছে এসেও তিন অংক ছোঁয়া হয়নি। আজকে সুযোগ ছিল। বেশি কিছু করতে হতো না, ৬-৭ ওভার ধীরেসুস্থে ব্যাটিং করলেই সেঞ্চুরি পেতাম।’
সাকিব-তামিমের ফেরার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানসহ দলের লেজের সাহসী ব্যাটিংয়ে ২০০ পেরোয় স্কোর। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের এরকম ব্যাটিংয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকেই দিচ্ছেন তামিম, ‘কৃতিত্বটা টিম ম্যানেজমেন্টকেই দিতে হয়। গত দেড় মাসে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে অনেক কাজ করা হয়েছে। ৯, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানরা মিলে ৫০ এর মতো রান করেছে। এটাই আজকের ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা জানতাম ২০০ এর ওপরে যেকোনো স্কোর তাড়া করা কঠিন হবে। বোলাররা এই পিচে অনেক সুবিধা পেয়েছে।’