• লা লিগা
  • " />

     

    ভ্যালেন্সিয়া বাধা সহজেই পেরুল রিয়াল

    ভ্যালেন্সিয়া বাধা সহজেই পেরুল রিয়াল    

    লা লিগায় গত চার মৌসুমে ভ্যালেন্সিয়ার মাঠ স্তাদিও মেস্তায়ায় মাত্র একবার জয়ের মুখ দেখেছিল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমের শুরুতে সান্তিয়াগো বার্নাব্যুতেও জিনেদিন জিদানের দলকে রুখে দিয়েছিল ভ্যালেন্সিয়া। আজ অবশ্য আর কোনো ঝামেলা পোহাতে হয়নি রিয়ালকে, ভ্যালেন্সিয়াকে সহজেই হারিয়েছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ‘লস চে’দের ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। জিদানের দলের হয়ে অন্য গোল দুটি করেছেন মার্সেলো এবং টনি ক্রুস।

    ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই প্রায় নয় মাস পর একসাথে মাঠে নেমেছিলেন রিয়ালের আক্রমণ ত্রয়ী রোনালদো, করিম বেনজেমা এবং গ্যারেথ বেল তথা ‘বিবিসি’। ৪-৩-৩ ফরমেশনে খেলা রিয়াল শুরু থেকেই চড়াও হয়েছিল ভ্যালেন্সিয়া রক্ষণভাগের ওপর। বেল, রোনালদোদের একাধিক প্রচেষ্টা ঠেকাতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন ইজিকুয়েল গারায়রা। প্রথমার্ধে ১৬ মিনিটে দুর্দান্ত এক প্রতি আক্রমণে বেনজেমার পাস থেকে ভ্যালেন্সিয়া ডিবক্সে বল পেয়ে যান রোনালদো। শট নেওয়ার ঠিক আগে তাকে ফেলে দেন হোসে গায়া। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ১২ গজ থেকে নেটোকে পরাস্ত করতে ভুল করেননি ‘সিআর৭’।

    প্রথমার্ধের পুরোটা সময়ই বেল-রোনালদো-বেনজেমার মধ্যে বোঝাপড়াটা ছিল দারুন। ৩৮ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলেও ছিল বেনজেমা-রোনালদো জুটির কৃতিত্ব। ডানপ্রান্ত থেকে রোনালদোর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠা বেনজেমাকে ফাউল করে বসেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্টিন মন্টোয়া। বাঁ-দিকে মারা নিচু প্লেসিং শটে ক্যারিয়ারে পেনাল্টি গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেন রোনালদো।

    প্রথমার্ধে রিয়ালের রক্ষণভাগকে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি ভ্যালেন্সিয়ার আক্রমণভাগ। অবশ্য বিরতির পর ঠিকই দারুণভাবে ম্যাচে ফেরে ভ্যালেন্সিয়া। ৫৯ মিনিটে দানি পারেহোর কর্ণারে হেড করে ব্যবধান কমান সান্তি মিনা। এর মিনিট সাতেক পর সমতায়ও ফিরতে পারত ঘরের দল। কিন্তু পারেহোর শট পা দিয়ে অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দেন কেইলর নাভাস। দ্বিতীয়ার্ধে মধ্যমাঠের লড়াইয়ে জেফ্রি কন্ডগবিয়া, পারেহোদের সাথে পেরে উঠছিলেন না লুকা মদ্রিচ, ক্রুসরা। কিন্তু নাভাসকে আর ফাঁকি দিতে পারেনি তারা।

    ভ্যালেন্সিয়ার সমতায় ফিরতে না পারার সুযোগে ম্যাচের ৮৪ মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করেন মার্সেলো। বাঁ-প্রান্তে রোনালদো এবং মার্কো আসেন্সিও-র সাথে দারুণ দুটি ‘ওয়ান-টু’ করে ডিবক্সে ঢুকে পড়েন, বাঁ-পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই লেফটব্যাক। ম্যাচের বাকিটা সময় প্রতি আক্রমণে খেলা রিয়ালের চতুর্থ গোলটি আসে ক্রুসের পা থেকে। ৮৯ মিনিটে আবারও এক প্রতি আক্রমণে মাতেও কোভাচিচের সাথে ‘ওয়ান-টু’করে ডিবক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই জার্মান মিডফিল্ডার।

    রিয়ালের হাতে নিজেদের দলকে ধরাশায়ী হতে দেখে রেফারীর শেষ বাঁশির আগেই মাঠ ছাড়তে থাকেন ভ্যালেন্সিয়া সমর্থকেরা। আজকের জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল রিয়াল। রোনালদোদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিন-এ থাকল ভ্যালেন্সিয়া। রিয়ালের সমান ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোনা।