• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক মার্করাম

    দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক মার্করাম    

    মাত্র দুই ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এইডেন মার্করাম। ২৩ বছর ১২২ দিন বয়সী মার্করাম হবেন ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক। প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডানহাতের তর্জনির চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই মার্করামকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক কমিটির আহবায়ক লিনডা জোনডি। 

    এর আগে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মার্করাম। তার ফ্র্যাঞ্চাইজি টাইটানস ও ‘এ’ দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। 

    ‘আমাদের পরিকল্পনার অংশ হলো, যাতে আমরা ভিশন ২০১৯ এর দিকে নজর দিতে পারি। ২০১৯ এর পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে তরুণ নেতৃত্ব গড়ে তোলাও লক্ষ্য আমাদের’, বলেছেন জোনডি। এক্ষেত্রে মার্করামকে উপযুক্ত মনে করছেন তিনি। 

    আফ্রিকার এই দলে মার্করামের চেয়ে কম বয়সী আছেন মাত্র দুইজন, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা। এনগিডি ও খায়া জোনডো শুধু কম ম্যাচ খেলেছেন তার চেয়ে।