• লা লিগা
  • " />

     

    দুইবার এগিয়ে গিয়েও লেভান্তের সাথে জেতা হলো না রিয়ালের

    দুইবার এগিয়ে গিয়েও লেভান্তের সাথে জেতা হলো না রিয়ালের    

    ৮১ মিনিটে করিম বেনজেমার পাস থেকে গোল করলেন ইস্কো। ২-১ গোলে এগিয়ে তখন রিয়াল মাদ্রিদ। লিড নেওয়ার পরপরই কিছুটা বিস্ময়করভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিলেন জিনেদিন জিদান। নাটকীয়তার শেষ হয়নি তখনও। ম্যাচের মিনিটখানেক বাকি থাকতে রিয়ালের ডিবক্সে বল পেলেন জিয়াম্পাওলো পাজ্জিনি। সাবেক ইতালীয়ান এই স্ট্রাইকারের শট রুখে দিতে পারলেন না কেইলর নাভাস। অভিষেকেই পাজ্জিনির গোলে প্রথমার্ধের মত আবারও সমতায় ফিরল লেভান্তে। দু'বার লিড নিয়েও লেভান্তের সাথে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল রিয়ালকে। জিদানের দলের অন্য গোলটি করেছেন অধিনায়ক সার্জিও রামোস।

     

    লেভান্তের মাঠ সিউদাদ ভ্যালেন্সিয়ায় গোলের সূচনা করেছিলেন রামোসই। ম্যাচের ১২ মিনিটের জার্মান টনি ক্রুসের কর্ণারে হেড করে দলকে লিড এনে দেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই স্প্যানিয়ার্ড। একমাত্র ডিফেন্ডার হিসেবে লা লিগায় টানা ১৪ মৌসুমে গোল করার রেকর্ড করলেন রিয়ালের অধিনায়ক। লিড নেওয়ার পর প্রথমার্ধের বাকিটা সময় বল দখল,গোলের সুযোগ তৈরি- সব দিক দিয়েই এগিয়ে ছিল রিয়াল। কিন্তু গোলমুখে রোনালদোর পাশাপাশি করিম বেনজেমা, গ্যারেথ বেলদের ব্যর্থতায় লিডটা আর বাড়ান হয়নি রিয়ালের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত সপ্তাহে প্রায় বছরখানেক পর একত্রে খেলতে নেমেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন রিয়ালের আক্রমণভাগের এই তিন তারকা। কিন্তু আজ যেন রীতিমত নিজেদের ছায়া হয়েই ছিলেন তারা। ওদিকে রিয়ালের মিসের মহড়ায় ম্যাচের ৪২ মিনিটে সমতায় ফেরে লেভান্তে। লুকিচের পাস থেকে নাভাসকে একা পেয়ে যান মোরালেস। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে বোয়াটেংয়ের মাপা শট আর ফেরাতে পারেননি এই কোস্টারিকান। 

     

     

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে লেভান্তে রক্ষণভাগকে তটস্থ রাখেন রোনালদো-বেলরা। কিন্তু প্রতীক্ষিত গোলটাই পাচ্ছিল না জিদানের দল। গোলের আশায় ৬৫ মিনিটে বেলের বদলি হিসেবে ইস্কোকে নামিয়ে দেন এই ফ্রেঞ্চ কোচ। গত কয়েক সপ্তাহ ধরে রিয়ালের মূল একাদশে 'উপেক্ষিত' ইস্কোর হাত ধরেই লিড পুনরোদ্ধার করে রিয়াল। ৮১ মিনিটে ডানপায়ের জোরাল শটে লেভান্তে গোলরক্ষক ঐয়েরকে পরাস্ত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে লিড নিয়ে হয়ত জয় নিশ্চিতই ভেবেছিলেন জিদান। সেই 'আত্মবিশ্বাস' থেকেই কিনা লিড নেওয়ার পরই রোনালদোকে উঠিয়ে মার্কো আসেন্সিওকে নামিয়ে দেন জিদান। কিন্তু 'জিজু'র সব হিসাবনিকাশ পালটে যায় ৮৯ মিনিটে পাজ্জিনির গোলে। জেসনের পাস থেকে নাভাসকে পরাস্ত করে লা লিগায় নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন এই ইতালিয়ান।

     

    আজকের ড্রয়ে ২১ ম্যাচের ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরেই থাকল রিয়াল। সমানসংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন-এ থাকল ভ্যালেন্সিয়া। ৪৬ পয়েন্ট নিয়ে দুই-এ আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা; রিয়ালের সাথে বার্সার পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়াল ১৮-তে।