ট্রফি জেতার জন্যই বার্সায় এসেছেন কুতিনিয়ো
স্প্যানিশ দলবদলের রেকর্ড ভেঙে বার্সেলোনায় এসেছেন। বার্সার জার্সি গায়ে ফিলিপ কুতিনিয়ো এরই মাঝে প্রমাণ করেছেন, ১৫০ মিলিয়ন ইউরোতে তাকে কিনে ভুল করেনি ক্লাবটি। দীর্ঘদিনের ক্লাব লিভারপুল ছেড়ে বার্সাতে কারণটা আসলে কী ছিল? কুতিনিয়ো বলছেন, ইউরোপের বড় সব শিরোপা জয়ের জন্যই যোগ দিয়েছেন কাতালানদের সাথে।
৫ বছর লিভারপুলে খেলেছেন। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ, কোনোটিই ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি কুতিনিয়োর। বার্সায় এসে বেশি বেশি শিরোপা জিততে চান এই ব্রাজিলিয়ান, ‘সবাই জানত আমি বার্সায় আসতে চাই। গ্রীষ্মে সেটা সম্ভব হয়নি যেকোনো কারণেই হোক। এখানে আসার অন্যতম বড় কারণ হচ্ছে, আমি শিরোপা জিততে চাই। বিশেষ কোনো শিরোপার কথা বলছি না, যত বেশি সম্ভব সব ধরণের ট্রফিই চাই।’
যে লিওনেল মেসির ‘ছায়া’ থেকে বের হওয়ার জন্য বার্সা ছেড়েছেন নেইমার, সেই মেসির পাশে খেলতে পেরে উচ্ছ্বসিত কুতিনিয়ো, ‘মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তাদের মতো ফুটবলারদের পাশে খেলতে পারা গর্বের বিষয়। মেসির থেকে শেখার কোনো শেষ নেই! প্রতিনিয়তই নতুন কিছু শিখছি। যত দিন যাচ্ছে, এই মৌসুমে মেসি আরও দুর্দান্ত খেলছেন। সতীর্থ হিসেবে আমিও এটার সুফল পাচ্ছি।’