লেগস্পিন করবেন অশ্বিন?
কাগজে কলমে তিনি অফস্পিনার। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য নিজের বোলিংয়ে প্রতিনিয়তই অনেক বৈচিত্র্য আনেন। সেই বৈচিত্র্যে এবার যোগ হতে যাচ্ছে লেগস্পিনও! আইপিএলের এই মৌসুমে লেগস্পিন করার কথা জানিয়েছেন অশ্বিন।
বেশ কয়েক সিরিজ ধরে ওয়ানডে দল থেকে বিশ্রামে আছেন। আসলে জুভেন্দ্র চাহাল ও কুলদিপ যাদবের কাছে জায়গা হারিয়েছেন, এটা হয়ত এতদিনে বুঝেও গেছেন অশ্বিন। দলে ফিরতে নিজের বোলিংকে আরও একধাপ ওপরে নিয়ে যেতে চান তিনি, ‘একটা সময় চেন্নাইয়ে লিগ খেলার সময় নিয়মিত লেগস্পিন করতাম। নিজের মূল বোলিংয়ে মনোযোগ দিতে গিয়ে ধীরে ধীরে সেটা হারিয়ে গেছে। এখন আবারও সেটা ফেরাতে চাই। কখনোই নির্দিষ্ট একটা সীমার মাঝে বেধে রাখতে চাই না নিজেকে।’
লেগস্পিন করাটা তাঁর জন্য খানিকটা কঠিন, মানছেন অশ্বিন, ‘প্রথম ব্যাপার হচ্ছে, লেগস্পিনারদের মতো আমার হাত ৪৫ ডিগ্রি বাঁকে না। তবুও চেষ্টা করছি। অনুশীলনে একদিন ভালোভাবে করতে পারি, আরেকদিন পারি না। এটা খানিকটা হতাশার। আইপিএলে পুরোদমে এটা করব আশা করি।’