'পিএসজির ম্যাচটাই আমাদের মৌসুম বাঁচাতে পারে'
লা লিগা জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেক আগেই। কোপা ডেল রে থেকেও বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসদের কাছে এখন তাই চ্যাম্পিয়নস লিগটাই ‘সম্বল’।টানা তৃতীয় শিরোপা জিততে প্রথমেই রিয়ালকে পাড়ি দিতে হবে পিএসজি বাধা। রামোস বলছেন, পিএসজির সাথে ম্যাচের ওপরই নির্ভর করছে মাদ্রিদের পুরো মৌসুম।
পিএসজির বিপক্ষে ম্যাচকে এই মৌসুমে রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবেই দেখছেন রামোস, ‘ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই বুঝতে পারছেন। পুরো মৌসুমটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, সেভাবেই মাঠে নামব।’
গত রাতে এই মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ হারিয়েছে রিয়াল। পিএসজি ম্যাচের কথা ভেবেই হয়ত ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খানিকটা 'ধীরে সুস্থে' খেলেছেন তারা। রামোস জানালেন, শেষ ৪৫ মিনিটে তাদের মাথায় ছিল পিএসজির ম্যাচটাই, ‘ওই ম্যাচের কথা আমাদের মাথায় ছিল না, এটা বললে মিথ্যা বলা হবে। ওইদিনের জন্য নিজেদের সবটুক শক্তি বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। মূলত এই ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওায়ই ছিল আসল লক্ষ্য। সেই কাজটা ভালোভাবেই হয়েছে।’