অভিজ্ঞতার কারণে রিয়ালকেই এগিয়ে রাখছেন রোনালদো
মৌসুমের শুরু থেকে যেখানে খুড়িয়ে খুড়িয়ে চলছে রিয়াল মাদ্রিদ, পিএসজি তখন লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটোতেই রীতিমত উড়ছে। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই দল। রিয়ালের জন্য ‘মহা গুরুত্বপূর্ণ’ এই ম্যাচে অভিজ্ঞতার দিক দিয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গতবার বার্সেলোনাকে বাগে পেয়েও শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পের সেই অবিশ্বাস্য ম্যাচের কারণে ছিটকে যেতে হয়েছিল। এবারও পিএসজির সামনে স্প্যানিশ প্রতিপক্ষ। পিএসজিকে হারানো কঠিন হবে বলেই মানছেন রোনালদো, ‘এমন একটা দলের বিপক্ষে আমরা খেলতে নামব, যাদের বেশ কিছু দুর্দান্ত ফুটবলার আছে। এই মৌসুমে তারা দারুণ পারফর্ম করছে। তবে একটা ব্যাপারে আমরা এগিয়ে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। এই মাদ্রিদ দলে প্রচুর অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়নস লিগের। গুরুত্বপূর্ণ মুহূর্তে সেসব কাজে আসবে।’
দলের মতো রোনালদোর ফর্মের ভাটা পড়েছে গত কয়েক মাসে। গোলখরা কাটিয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে পিএসজি ডিফেন্সকে আগাম ‘সতর্কবার্তাটা’ অবশ্য দিয়েই রেখেছেন গত সপ্তাহে। পিএসজির বিপক্ষে ইতিবাচক থেকেই মাঠে নামবেন সি আর সেভেন, ‘আমি সবসময় নিজেদের সেরাটা দেই। সবসময় তো আপনার মনের মতো হবে না। এই মৌসুমের কঠিন পরিস্থিতি থেকে অনেক কিছুই শিখেছি। সামনের ম্যাচে সেসব কাজে লাগাতে চাই।’