• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'শুধু নেইমারকে নিয়ে ভাবলে ভুল হবে রিয়ালের'

    'শুধু নেইমারকে নিয়ে ভাবলে ভুল হবে রিয়ালের'    

    রিয়াল মাদ্রিদের রক্ষণের অন্যতম প্রহরী তিনি। চ্যাম্পিয়নস লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজির ফরোয়ার্ডদের সামলানোর দায়িত্বটা তার কাঁধেও থাকবে। বার্নাব্যুতে আজ রাতে এডিসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়াকে ছাপিয়ে পাদ্রপ্রদীপের আলোটা যে নেইমারের উপরে থাকবে, সেটা মার্সেলো খুব ভালোভাবেই জানেন। তবে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে শুধু নেইমারকে নিয়েই ভাবতে চান না মার্সেলো।

    শুধু নেইমারকে নিয়ে ভাবলে হিতে বিপরীত হতে পারে বলেই ধারণা মার্সেলোর, ‘দল হিসেবে পিএসজিকে নিয়ে না ভেবে শুধুমাত্র নেইমারকে নিয়ে ভাবাটা বোকামি হবে। আমরা এই ভুল করব না। তাঁদের দলে বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সবাইকে নিয়েই পরিকল্পনা সাজাতে হবে।’

    রিয়াল অধিনায়ক রামোস বলেছিলেন, এই ম্যাচের ওপরেই নির্ভর করছে দলের পুরো মৌসুম। ক্রিশ্চিয়ানো রোনালদো পিএসজির বিপক্ষে ম্যাচকে ‘মহা গুরুত্বপূর্ণ’ মানছেন। ম্যাচের আগে অবশ্য দল অতিরিক্ত চাপ নিচ্ছে না বলেই জানালেন মার্সেলো, ‘রিয়ালে আমি ১১ বছর ধরে খেলছি। এরকম মুহূর্ত বহুবার এসেছে। চাপ সামলে খেলার অভ্যাসটা সবারই আছে। সবাই নিজেদের কাজটা ভালোভাবে করলেই আর চিন্তার কোনো কারণ নেই।’

    রাত ১.৪৫ মিনিটে ঘরের মাঠে পিএসজিকে আতিথিয়তা দেবে রিয়াল।