ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরেরও পিচ
বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের ভেন্যু শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের পিচকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি ডেভিড বুন মিরপুর টেস্টের পিচকে বলেছেন ‘বিলো অ্যাভারেজ’।
এর আগে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামকেও দেওয়া হয়েছিল একই ‘শাস্তি’, তবে কারণটা ছিল ভিন্ন। চট্টগ্রামে পাঁচদিনে উইকেট পড়েছিল মাত্র ২৪টি, আর মিরপুরে আড়াই দিনেই পড়েছে ৪০টি উইকেট।
মিরপুরের পিচ নিয়ে বুন বলেছেন, ‘প্রথম দিন থেকেই বলের মাধ্যমে পিচের ভাঙন লক্ষ্য করা যাচ্ছিল, এর ফলে অসম বাউন্স ছিল পুরো ম্যাচেই। সঙ্গে অধারাবাহিক টার্ন, মাঝে মাঝে যেটা হয়ে পড়েছে খুবই বেশি। এই পিচে যে প্রতিযোগিতা হয়েছে, সেটা বোলারদেরকে সহায়তা করেছে বেশি, ব্যাটসম্যানদের দক্ষতা দেখানোর ন্যায্য সুযোগ দেয়নি।’
এই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে পাঁচ বছরের জন্য, এর মাঝে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা থেকে এক বছর নিষিদ্ধ হবে শের-ই-বাংলা। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে এই ভেন্যুর আউটফিল্ড পেয়েছিল ‘পুওর’ রেটিং।