রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়
লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করে পিএসজিকে 'সতর্কবার্তাটা' আগেই পাঠিয়ে দিয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, অভিজ্ঞতার কারণে পিএসজির বিপক্ষে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদই। বার্নাব্যুতে সত্যি হলো সিআর সেভেনের কথাই। পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে মাদ্রিদ।
ঘরের মাঠে শুরুটা দারুণ করেছিল রিয়াল। ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে টনি ক্রুজের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন পিএসজি গোলরক্ষক আরিওলা। ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন নেইমার। ২৮ মিনিটে গোল পেতে পারতেন রোনালদোও, তার শটও ঠেকিয়ে দেন পিএসজি কিপার।
৩৩ মিনিটে বার্নাব্যুতে স্তব্ধ করে দিয়ে লিড নেয় পিএসজি। কিলিয়ান এমবাপ্পের পাসে বল পেয়েছিলেন নেইমার। তার ব্যাকহিলে বল যায় আদ্রিয়েন রাবিওর পায়ে। পোস্টের সামনে থেকে নেওয়া শটে বল জালে জড়াতে ভুল করেননি। ৩৮ মিনিটে আবারও পিএসজির আক্রমণ, সেবার এমবাপ্পের শট ক্লিয়ার করেন ক্যাসেমিরো।
প্রথমার্ধের একদম শেষে সমতা আনে রিয়াল। বক্সের ভেতর টনি ক্রুসযে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ, পেনাল্টি থেকে আরিওলাকে বোকা বানান রোনালদো। এতেই চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে ১০০ তম গোলের মালিক হলেন রোনালদো। এক ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোল করা প্রথম ফুটবলার হলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে সব ম্যাচেই গোলের দেখা পেলেন এই পর্তুগিজ।
দ্বিতীয়ার্ধে দুইবার গোল হজম করা থেকে বেঁচে গিয়েছে রিয়াল। ৪৯ মিনিটে কেইলর নাভাস, ৭৩ মিনিটে রামোসের দক্ষতায় ম্যাচে সমতা ধরে রাখে তারা। দুবারই গোলের সুযোগ নষ্ট করেছেন এমবাপ্পে।
৮৩ মিনিটে মার্কো আসেন্সিওর শট আরিওলা পুরোপুরি ঠেকাতে না পারলে বল যায় রোনালদোর পায়ে। বল জালে জড়িয়ে বার্নাব্যুকে আনন্দে ভাসান। চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে এটি তার ১১ তম গোল। তিন মিনিট পর সেই আনন্দ বেড়ে যায় আরও কয়েকগুণ। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মার্সেলো তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।