যেখানে ৪৬৩ ক্লাবের চেয়ে এগিয়ে রোনালদো
হিসাবটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। একজন ফুটবলারের গোলসংখ্যা যদি ৪৬৩টি ক্লাবের চেয়ে বেশি হয়, তাহলে সেটা তো মহা আশ্চর্যের বিষয়ই বটে! চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থা এখন এমনই। টুর্নামেন্টের ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছে মাত্র ৪৮টি ক্লাব!
পিএসজির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোড়া গোলের পর চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ১১৬। ১৯৫৫ সাল থেকে এই পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে খেলেছে মোট ৫১১ টি ক্লাব। এদের মাঝে ৪৬৩টি ক্লাবের গোল রোনালদোর একার গোলের চেয়েও কম! রোনালদো এগিয়ে আছেন ম্যানচেস্টার সিটি (১০২ গোল), নাপোলির(৮০ গোল) মতো ক্লাবের থেকেও।
দ্বিতীয় লেগে রোনালদো ছাড়িয়ে যেতে পারেন আরও কয়েকটি ক্লাবকে। ১১৭ গোল করে সিএসকেএ মস্কো ও ১১৮ গোল করে স্পোর্টিং সিপি, ফেনেরবাচে ও এফসি কোপেনহেগেন আছে রোনালদোর একধাপ ওপরেই।
এ তো গেলো অন্য সব ক্লাবের হিসাব। আজ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের গোলসংখ্যা ৯২৯, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নদের মোট গোলের ১০.৯ শতাংশই এসেছে রোনালদোর পা থেকে। রিয়ালের হয়ে সিআর সেভেনের গোল এখন ১০১টি।