• লা লিগা
  • " />

     

    জয় দিয়েই গার্দিওলাকে ছুঁলেন ভালভার্দে

    জয় দিয়েই গার্দিওলাকে ছুঁলেন ভালভার্দে    

    গত সপ্তাহে গেটাফের সাথে ড্রয়ের পর আজ আবারও জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। এইবারকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। বার্সার হয়ে গোল দুটি করেছেন লুইস সুয়ারেজ এবং জর্দি আলবা। আজকের জয়ে পেপ গার্দিওলার সর্বজয়ী দলটির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছে এর্নেস্তো ভালভার্দের বার্সা। ১০-১১ লা লিগা মৌসুমে টানা ৩১ ম্যাচে অপরাজিত ছিলেন গার্দিওলা। আজ এইবারকে হারিয়ে সেই রেকর্ডে নিজের নামটাও লেখালেন ভালভার্দে।

     

    স্কোরলাইন দেখে আপাতদৃষ্টিতে সহজ জয় মনে হলেও এইবারকে হারাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে বার্সাকে। প্রথমার্ধে এইবারের ‘প্রেসিং’-এ বারবার খেই হারিয়ে ফেলছিল ভালভার্দের দল। একটা সময় তো বার্সার চেয়েও বল দখলে এগিয়ে ছিল এইবার। মধ্যমাঠে সার্জিও বুস্কেটস, আন্দ্রেস ইনিয়েস্তাদের কেউই থিতু হতে পারছিলেন না শুরুর দিকে। একাধিক ভুল পাসে বেশ খাপছাড়াই মনে হচ্ছিল কাতালানদের। তবে ম্যাচের শুরুতে নিজেদেরই এক ভুলের চরম মাশুল দিতে হয় এইবারকে। মধ্যমাঠে বুস্কেটসকে কাটাতে গিয়ে বল হারান মিডফিল্ডার ফাবিও ওরিয়ানা। বুস্কেটসের পাস থেকে দুন ডিফেন্ডারকে কাটিয়ে সুয়ারেজের উদ্দেশ্যে পাস বাড়ান লিওনেল মেসি। ‘লা পুলগা’-র চমৎকার থ্রু পাস নিয়ন্ত্রণে এনে এইবার গোলরক্ষক দিমিত্রোভিচকে কাটিয়ে বার্সাকে লিড এনে দেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও মনোবল হারায়নি এইবার। উলটো এর মিনিট তিনেক পরই সমতায় ফিরতে পারত তারা। ১৯ মিনিটে ওরিয়ানার জোরাল শট ক্রসবারে প্রতিহত হলে সে যাত্রায় বেঁচে যান জেরার্ড পিকেরা।

     

     

    প্রথমার্ধে বার্সাকে চেপে ধরলেও গোলের সামনে বারবার নেতিয়ে পড়ছিল এইবার। এই সুযোগেই লিডটা আরেকটু হলেই দ্বিগুণ করে নিয়েছিল বার্সা। ৩৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসির শট দিমিত্রোভিচকে পরাস্ত করলেও ফিরে আসে বারপোস্টে লেগে। এই মৌসুমে মোট ১৪ বার বারপোস্ট বা ক্রসবারের জন্য গোলবঞ্চিত হলেন ‘এলএম১০’, যা এক লা লিগা মৌসুমে সর্বোচ্চ বার বারপোস্টে লাগানোর রেকর্ডের সমান (আগের রেকর্ডটিও গড়েছিলেন মেসিই, ১১-১২ মৌসুমে)।

     

    মাত্র এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা এইবার দ্বিতীয়ার্ধও শুরু করে একই উদ্যমে। কিন্তু সেই পরম অরাধ্য গোলটাই আর পাচ্ছিল না তারা। এমন সময় ম্যাচের ৬৭ মিনিটে পালটে যায় সব হিসাবনিকাশ। বুস্কেটসকে কনুই দিয়ে আঘাত করে হলুদ কার্ড দেখেন পাপা দিওপ। রেফারির এমন সিদ্ধান্তের বিরোধিতা করে বল লাঠি মেরে সরিয়ে দেন ওরিয়ানা। আগে একবার হলুদ কার্ড দেখা এই চিলিয়ান উইঙ্গারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারি। স্তাদিও ইপুরুয়ায় উপস্থিত প্রায় হাজার আটেক সমর্থক তখন ফেটে পড়ে ক্রোধে। ডাগআউটে অসন্তোষ প্রকাশ করায় সতর্ক করে দেওয়া হয় কোচ মেন্ডেলিবারকেও।

     

    ১০ জনের দলে পরিণত হওয়া এইবার আর ফিরতে পারেনি ম্যাচে। উলটো ৮৮ মিনিটে আলবার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।  আজকের জয়ে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষ স্থানেই থাকল বার্সা। এক ম্যাচ কম খেলে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।