'মেসিকে ঠেকাতে ‘নিখুঁত ফুটবল’ খেলতে হবে চেলসিকে'
এই মৌসুমে বার্সেলোনা আক্ষরিক অর্থেই ‘অপরাজেয়’। গতকাল এইবারের বিপক্ষে জয়ে লা লিগায় টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছে এর্নেস্তো ভালভের্দের দল। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি লিওনেল মেসিরা। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে আগামী পরশু বার্সার মুখোমুখি হবে চেলসি। চেলসি কোচ আন্তোনিও কন্তের মতে, মেসিদের ঠেকাতে ‘নিখুঁত ফুটবল’ খেলতে হবে তাঁদের।
বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগের ‘ফেভারিট’ মেনে প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছে কন্তের চেলসি, ‘তারা বিশ্বের অন্যতম সেরা ক্লাব, হয়ত এবারের আসরের ফেভারিটও। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের ‘নিখুঁত ফুটবল’ খেলতে হবে। ভুলের কোনো সুযোগ নেই। তারা যদি সামান্য ভুল করে, সেটার ফায়দাই নিতে হবে।’
চেলসির বিপক্ষে ৮ দেখায় কখনোই গোলের পাননি মেসি। কন্তে প্রার্থনা করছেন, এই গোলখরা যেন এবারো বজায় থাকে, ‘আশা করি এবারো সে আমাদের বিপক্ষে গোল পাবে না! এতে কোনো সন্দেহই নেই যে তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন, এই মৌসুমে দুর্দান্ত খেলছেন বরাবরেরই মতো। আমরা শুধুমাত্র তাকে নিয়েই ভাবছি না। যদিও তার দিকে একটু বেশিই নজর রাখতে হবে আমাদের রক্ষণভাগকে।’