চাপটা অনুভব করছেন জিদানও
দুই বছরে দু'বার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন দলকে, কিন্তু পরের মৌসুমে লা লিগায় দলের বেহাল দশায় ঢেকে যেতে বসেছে জিনেদিন জিদানের সেই সাফল্যও। রিয়াল মাদ্রিদের কোচের পদে চাপটা যে পাহাড়সমান সেটা বোধ হয় এবারই প্রথম টের পেলেন তিনি।
একের পর এক হতাশাজনক ম্যাচের পর ক্রমশই চাপ বেড়েছে জিদানের ওপর। কিন্তু এতোদিন সেসব নিয়ে কোনো মন্তব্য করেননি জিদান। লা লিগায় দুই ম্যাচ জয়, সাথে প্যারিস সেন্ট জার্মেইকে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে হারিয়ে- সেই চাপ কিছুটা কমেছে রিয়াল মাদ্রিদ ম্যানেজারের ওপর। লিগে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচের আগে তাই কিছুটা খোলাখুলিই কথা বলেছেন জিদান।
জিদানের কাছে প্রশ্ন ছিল, মৌসুম শেষে কী করবেন তিনি? জবাবে জিদান জানিয়েছেন, আপাতত মৌসুমের বাকিটা সময় দলকে নিয়েই ভাবছেন তিনি।
"আমি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই। যা আছে আমি সেটা নিয়েই ভাবতে চাই। আপাতত অন্যকিছু নিয়ে কথা বলতে চাই না।"
"এই চাকরিটা খুবই ক্লান্তিকর। যে কোনো ম্যানেজারের জন্যই কাজটা কঠিন, কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যানেজারের কাজটা বোধ হয় সবচেয়ে কঠিন!"
মৌসুম শেষে কী করবেন সেটা না জানালেও, ম্যানেজারের পদে যে কেউই স্থায়ী নয় সেটাও জানিয়ে দিয়েছেন জিদান।
"হয়ত এমন একটা সময় আসবে যখন বদলের দরকার হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সব জায়গায়তেই বদল দরকার হয়।"