• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ন্যু ক্যাম্পে রক্ষণাত্মক খেলাটা হবে আত্মঘাতী

    ন্যু ক্যাম্পে রক্ষণাত্মক খেলাটা হবে আত্মঘাতী    

    কোয়ার্টার ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে গোল করতেই হবে চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার বিপক্ষে চেলসির খেলার ধরন ছিল রক্ষণাত্মকই। মাত্র ৩০ শতাংশ বলের দখল নিয়েও প্রতি আক্রমণে বার্সাকে অবশ্য ভালোই ভুগিয়েছে আন্তোনিও কন্তের দল। তবে ন্যু ক্যাম্পে জিততে হলে আর এই কৌশল কাজে দেবে না বলেই মনে করেছেন চেলসি মিডফিল্ডার ফ্রান্সেস ফ্যাব্রিগাস।  সাবেক বার্সা খেলোয়াড়ের মনে করছেন রক্ষণাত্মক কৌশল আত্মঘাতী হতে পারে চেলসির জন্য। 

    "৯০ মিনিট ধরে অ্যাওয়ে ম্যাচে রক্ষণাত্মক খেললে সেটা আত্মাঘাতী হতে পারে। ৯০ মিনিটকে তখন মনে হবে আরও লম্বা, অনন্তকাল! আমাদেরকে সেখানে যেতে হবে আক্রমণাত্মক খেলার চিন্তা নিয়ে। আর সেটা দিয়েই ওদের হারানো যাবে বলে বিশ্বাস করতে হবে আমাদের"।

    প্রথম লেগে দলের খেলা নিয়ে সন্তুষ্ট হলেও ফ্যাব্রিগাসের আফসোস, ম্যাচটা জিততে পারেনি তার দল। দিনশেষে তাই হতাশই হতে হয়েছে তাদেরকে। 

    "এটা লজ্জার যে আমরা ম্যাচটা জিততে পারেনি। আমার কাছে মনে হয়েছে আমরাই ভালো দল ছিলাম। আমাদের একটা গেমপ্ল্যান ছিল, সেটা কাজেও দিচ্ছিল। কিন্তু ভালো খেলেও ফলটা ভালো হয়নি আমাদের জন্য। দিনশেষে হতাশ হয়েই ফিরতে হয়েছে"।