• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য নেইমারকে ফুটবল ছাড়তে হবে'

    'মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য নেইমারকে ফুটবল ছাড়তে হবে'    

    মেসির ‘ছায়া’ থেকে বের হতেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন মৌসুমের শুরুতে। রেকর্ড ট্রান্সফার ফিতে নতুন ক্লাবে গিয়ে নেইমার মেসিকে ছাড়িয়ে যেতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলছেন, মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে হলে নেইমারকে ফুটবলই ছাড়তে হবে!

    মেসির সাথে প্রায় ৩ বছর বার্সেলোনায় খেলেছেন অঁরি। জিতেছেন দুই লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি কোপা ডেল রে। ফুটবলে মেসির যে প্রভাব, সেটা থেকে বের হয়ে আসা অনেকটাই অসম্ভব বলে মানছেন তিনি, ‘আমি ঠিক জানিনা নেইমার মেসির ‘ছায়া’ থেকেবের হতেই বার্সেলোনা ছেড়েছেন কিনা। যদি এমনটা হয়, তাহলে তাকে ফুটবল খেলাই ছেড়ে দিতে হবে! কারণ সবাই কমবেশি মেসির ছায়ার ঢাকা পরে থাকে। বার্সেলোনা ছাড়লে কিংবা অন্য দেশে গেলেই এটা বদলানো সম্ভব নয়।’

    বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর দারুণ ফর্মেই আছে নেইমার। ফ্রেঞ্চ লিগে এখন পর্যন্ত ১৯টি গোল করেছেন, সব টুর্নামেন্ট মিলিয়ে তার গোলসংখ্যা ২৮।