রোবেনের অভিযোগ, হেইংকেসের খন্ডন
বেসিকতাসের সাথে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। বড় জয়ে প্রথম লেগের পরই কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে জার্মান চ্যাম্পিয়নরা। কিন্তু দলের এমন জয়ও মন ভরাতে পারেনি আরিয়েন রোবেনের। দলে জায়গা না পাওয়াতেই হতাশ বায়ার্নের ডাচ উইঙ্গার।
৪৪ মিনিটে হামেস রদ্রিগেজ ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর অবশ্য তার জায়গায় বদলি হয়ে মাঠে নেমেছিলেন রোবেন। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত এক ম্যাচ বাদে সবগুলোতেই মাঠে নেমেছেন রোবেন। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের সাথে ৩-০ গোলে হারা ম্যাচে নেমেছিলেন বদলি হয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকতে না পেরে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ তিনি। মনের অবস্থা বোঝাতে সতর্কই ছিলেন রোবেন, কিন্তু হতাশাটা বেরিয়ে এসেছে তার কথাতেই।
"আমি এই ব্যাপারে কোনো কথাই বলব না। এক কথায় দুই কথায় ব্যাপারটা অনেক দূরে চলে যাবে। আমার বয়স ৩৪, আমি একজন পেশাদার। প্রতিদিনই আমি অনুশীলন করছি। এখন যদি আমার অনুভূতি প্রকাশ করি তাহলে পরে এর জন্য আমাকে ব্রাজ্জো (স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদিচ) আর মিস্টার রুমিনেগের (বায়ার্ন প্রধান নির্বাহী কার্ল-হাইঞ্জ রুমিনেগে) প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে আমার মনে হয়। তাদের সামনে না পড়াই ভালো।"
রোবেন হতাশা বুঝতে পারলেও ব্যাপারটা বায়ার্ন ম্যানেজার ইয়ুপ হেইংকেস বড় কোনো ঘটনা হিসেবে দেখতে নারাজ। রোবেনের বদলে অন্য কাউকে বসিয়ে রাখলেও তার অনুভূতিও একই হত বলে মনে করছেন তিনি।
"আমরা সবসময় সেরা খেলোয়াড়দেরকে দলে ভেড়ানোর চেষ্টা করি। কিন্তু আমার হাতে যখন চারজন থাকবে- এটা খুবই স্বাভাবিক যে অন্তত একজনকে খেলাটা বেঞ্চে বসেই দেখতে হবে। শুরু থেকেই দলে না থাকতে পারলে খেলোয়াড়রা হতাশ হবেই। থমাস মুলার, জেরম বোয়াটেং। ডেভিড আলাবাদের বসিয়ে রাখলে তারাই একই কথা বলত। আমার কাছে অনেক খেলোয়াড় আছে। সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে আমাকে। আর সবারই সেই পরিস্থিতি বোঝা উচিত।
"আগামী কয়েক সপ্তাহে অনেককেই বসে থাকতে হবে। আর ব্যাপারটায় অনেকেই খুশি হবে না। এটা একেবারেই স্বাভাবিক। আমিও নিজেও একজন খেলোয়াড় ছিলাম, আমারও একইরকম মনে হত।"