কুতিনিয়ো এখন অনেক পরিণত
লিভারপুলে যখন একসঙ্গে খেলেছেন তখন ফিলিপ কুতিনিয়ো উঠতি ফুটবলারদের একজন। ৫ বছর পর লুইস সুয়ারেজের পথ অনুসরণ করে দুইজন আবার এক হয়েছেন বার্সেলোনায়। ২০১৪ তে লিভারপুল ছেড়ে আসার আগেই স্টিভেন জেরার্ডকে একটা দায়িত্ব দিয়ে রেখেছিলেন সুয়ারেজ। কুতিনিয়োকে দেখে রাখতে বলেছিলেন লিভারপুল অধিয়ানককে।
কিন্তু এক বছর পর জেরার্ডও লিভারপুল ছেড়ে পাড়ি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালে লিভারপুলের দায়িত্বটা পড়ে ২২ বছর বয়সী কুতিনিয়োর ওপর। সেই কাজটা ভালোভাবেই সামলে নিয়েছিলেন কুতিনিয়ো। স্পেনে থাকলেও পুরোটা সময়ই কুতিনিয়োর ওপর নজর রেখেছিলেন সুয়ারেজ। কাতালান ক্লাব ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসবই জানিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার।
"বার্সা থেকে যখন প্রস্তাব এসেছিল, আমি তখন জেরার্ডকে বলেছিলাম আমি চলে যাওয়ার পর কুতিনিয়োকে যেন সে দেখে রাখে। কিন্তু পরে সেও যুক্তরাষ্ট্রে চলে গেল। তখন দায়িত্বটা পড়ল কুতিনিয়োর কাঁধে। এরপরই সে পরিণত হতে শুরু কর, আর খেলার মাঠে হয়ে উঠল বিধ্বংসী। অবশ্য অবাক হইনি, আমি জানতাম সে ওই মাপেরই খেলোয়াড়। কিন্তু আমি তরুণ অবস্থায় ওরকম দায়িত্ব পালন করার প্রশংসা না করে উপায় নেই।"
গত মাসে বার্সেলোনায় যোগ দেওয়ার পর অবশ্য এখনও এর্নেস্তো ভালভার্দের দলে থিতু হতে পারেননি কুতিনিয়ো। নতুন ক্লাবে এসে আত্মবিশ্বাসের অভাবেই কুতিনিয়োর এমনটা হয়েছে বলে মনে করছেন সুয়ারেজ।
"যখন সে মাঠে নামে তখন তার রূপ বদলে যায়। কিন্তু সে আসলে খুবই শান্ত আর লাজুক। ওর আরও আত্মবিশ্বাসী হতে হবে। তরুণ আর এখনকার কুতিনিয়োর মধ্যে আমি বদলটা আমি নিজেই টের পেয়েছি। সে এখনও লাজুক, তবে সে এখন পরিণত। আমি বিশ্বাস করি সে খেলোয়াড় আর একজন মানুষ হিসেবে আমাদের অনেক কিছুই দিতে পারবে। তার যে গুণ আছে সেটা দিয়েই তাকে আলাদা করা যায়। অভিষেক ম্যাচেই সেটা বুঝিয়ে দিয়েছে সে।"