• লা লিগা
  • " />

     

    রোনালদোর ৩০০, আলাভেসের জালে রিয়ালের ৪

    রোনালদোর ৩০০, আলাভেসের জালে রিয়ালের ৪    

    ৮৯ মিনিটে পাওয়া পেনাল্টিটা নিজেই নিতে পারতেন, পূরণ করতে পারতেন হ্যাটট্রিকটাও। নিজে না নিয়ে করিম বেনজেমাকেই গোল দেওয়ার সুযোগ করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পট কিক থেকে রিয়াল মাদ্রিদের জয়ের ব্যবধান বাড়াতে ভুল করলেন না বেনজেমা। এর আগেই অবশ্য দুইবার জালে বল জড়িয়ে লা লিগায় নিজের ৩০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন রোনালদো। সব মিলিয়ে আলাভেসকে ৪-০ ব্যবধানে হারিয়ে খারাপ সময়টা পেছনে ফেলে আসার সংকেত দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। 

    লা লিগার ইতিহাসে ৩০০ গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় এখন রোনালদো, আরেকজন লিওনেল মেসি। মেসির চেয়ে ৩২৬ মিনিট কম খেলেই ৩০০ ছুঁয়েছেন রোনালদো। ম্যাচ প্রতি রোনালদোর গোল গড় ১.০৫! 



    সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বড় জয়ের ইঙ্গিতই দিচ্ছিল রিয়াল মাদ্রিদ। সবার শেষে স্কোরশিটে নাম লেখানো বেনজেমাই গোলের খাতা খুলতে পারতেন সবার আগে। কিন্তু ১৩ মিনিটে ভালো জায়গায় বল পেয়েও শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে বল মেরেছেন বাইরে দিয়ে। এরপর গ্যারেথ বেলের করা ওভারহেড কিকও বাইরে দিয়ে চলে যায়। আর লুকাস ভাসকেজকে হার মানতে হয় গোলরক্ষকের কাছে। বেল, বেনজেমারা গোল করতে না পারার আফসোসটা আরেকটু হলেই বাড়িয়ে দিতে পারতেন জন গুইদেত্তি আর আলফোনসো পেদ্রাজা। আলাভেসের দুইজনকেই ৩২ আর ৩৭ মিনিটে খালি হাতে ফিরিয়েছেন কেইলর নাভাস। অন্য প্রান্তে গোলরক্ষক ফার্নান্দো পাচেকোও রিয়ালকে সুযোগ করে দিয়েছিলেন এগিয়ে যাওয়ার। কিন্তু পাচেকোর বদলে পরে আফসোস করেছেন বেল নিজেই। ডিবক্সের ভেতরে হুট করে পেয়ে যাওয়া পাসটা আর জালে জড়াতে পারেননি সে দফায়।    

    ভালো খেলেও জালে বল জড়াতে না পেরে গোলশূন্যভাবেই বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জিনেদিন জিদান। তবে রিয়াল ম্যানেজারকে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফেরার সুযোগটা করে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেনজেমার ব্যাকহিল থেকে বাঁ পায়ের শটে বল জড়িয়ে রোনালদো আসলে স্বস্তি ফিরিয়ে এনেছিলেন গোটা বার্নাব্যুতেই।

    বিরতির পরও ঠিক সেখান থেকেই শুরু রিয়ালের খেলা। খেলা শুরুর মাত্র ২৮ সেকেন্ডেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেল। এরপর আলাভেসের ওপর আরও চড়াও হয় রিয়াল। আর প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা আলাভেস বিরতির পর হিমশিম খেয়েছে রিয়ালের আক্রমণ সামালাতেই। শেষ পর্যন্ত তৃতীয় গোলের জন্য যে রিয়ালকে ৬১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেটাই বরং অবাক করার মতো। ভাসকেজের ক্রস থেকে দৌড়ে এসে ডান পায়ের শটে জালে বল জড়িয়ে রিয়ালের ৩, আর নিজের ক্যারিয়ারের ৩০০ তম গোল করেন রোনালদো। লা লিগায় মৌসুমের শুরুতে ধুঁকতে থাকলেও এ বছর যেন গোল করা থামাতেই পারছেন না তিনি! শেষ ৯ ম্যাচে এই নিয়ে রোনালদোর গোলও ৯। আর আজকের পর লিগেও হয়ে গেছে ১৪ গোল! 

    রিয়াল সমর্থকদের 'পারফেক্ট ডে' টা আরও রাঙিয়ে দেন শেষে বেনজেমা। পেনাল্টিটা পেয়েছিলেন বেল, মারতে পারতেন রোনালদোও। গোল করে কৃতজ্ঞতা জানাতে তার দিকেই ছুটে গিয়েছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। সাথে পেয়েছিলেন বেলকেও। এই তিনজনে গড়া 'বিবিসি' একই ম্যাচে গোল করল ২০১৬ সালের পর! মৌসুমের এমন সময় ফর্মে ফিরে, সমর্থকদের ভালো কিছুর স্বপ্নই দেখিয়ে রাখলেন তারা।