• লা লিগা
  • " />

     

    গাত্তুসোর কথা শুনেই 'নতুন' মিলান!

    গাত্তুসোর কথা শুনেই  'নতুন' মিলান!    

    নভেম্বরে এসি মিলানের দায়িত্ব নেওয়ার পর জেনেরো গাত্তুসোর অধীনে এসি মিলান খেলেছে ১৮ ম্যাচ। এর মধ্যে দলটা ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন গাত্তুসো। গতকাল রোমাকে ২-০ ব্যবধানে হারিয়ে সব প্রতিযোগিতায় টানা অপরাজিত থাকার সংখ্যাটা ১২ তে নিয়ে গেছে মিলান। অথচ গাত্তুসো আসার আগে এই মিলানই ছিল অধারাবাহিক, এক ম্যাচে বড় জয় তো পরের ম্যাচে বিশাল ব্যবধানে হার! দলের এই ফিরে আসার পুরো কৃতিত্বটা গাত্তুসোটা দিচ্ছেন খেলোয়াড়দের ওপর। 

    রোমাকে হারানোর পর এসি মিলান ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের নির্দেশনা অনুসরণ করতে পারার জন্য খেলোয়াড়দের প্রশংসা করেছেন গাত্তুসো। "সবচেয়ে বেশি আনন্দ হয় যখন দেখি, এই দলের মনোভাবটাই বদলে গেছে। এখানে অনেকেই ছিল যাদের নিজেকে বিসর্জন দিতে হয়েছিল, ধুঁকতে হয়েছিল অনেককেই। কারণ তখন তাদের কাজের ধারা ছিল অন্যরকম"। 

     

     


    "প্রথম মাসটা কঠিন ছিল, কিন্তু তারপর আমরা গুছিয়ে নিয়েছি। খেলোয়াড়েরা আমার কথা শুনেছে, আর দেখুন, এখন ওরা ১২ ম্যাচ ধরে অপরাজিত!" 

    রোমার পর গাত্তুসোর দলের নতুন চ্যালেঞ্জ লাতসিওকে হারানো। পরশুদিন কোপা ইতালিয়ার ম্যাচের পর আবার সিরি আতে ইন্টার মিলানের বিপক্ষে নামতে হবে মিলান ডার্বিতে। অপরাজিত থাকার সংখ্যাটা আরও বাড়াতে পারবেন তো?