• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    তিন মাস বাইরে থাকতে পারেন নেইমার

    তিন মাস বাইরে থাকতে পারেন নেইমার    

    ব্রাজিলের গ্লোবো এস্পোর্তের দেওয়া খবর অনুযায়ী পায়ের অস্ত্রপচারের জন্য তারিখ নির্ধারন হয়ে গেছে নেইমারের। এরপর আবার মাঠে ফিরতে তিন মাসের মতো সময় লাগবে বলেও জানিয়েছে তারা। খবর সত্যি হলে, বিশ্বকাপের মাত্র একমাস আবার ফুটবল মাঠে যাবে নেইমারকে। 

    গত রবিবার অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। ম্যাচ শেষে প্যারিস সেন্ট জার্মেই ম্যানেজার উনাই এমেরি নেইমারের চোট বড় কিছু না বলেই জানিয়েছিলেন। পরে অবশ্য  পরীক্ষা নিরীক্ষা শেষেই জানা গিয়েছিল বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। গতকাল স্কাই স্পোর্টস জানিয়েছিল সেই সময়টা ২ সপ্তাহ। তবে এখন মনে হচ্ছে নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে তার চেয়েও বেশ কিছুদিন।