সুয়ারেজের শাস্তি চান লা লিগা প্রধান
জিরোনার বিপক্ষে ম্যাচের শেষদিকে একটা হলুদ কার্ড পেতে উঠে একরকম উঠে পড়েই লেগেছিলেন লুইস সুয়ারেজ। ওই ম্যাচের আগে মৌসুমে মোট ৪ বার হলুদ কার্ড দেখেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। আর একটা হলুদ কার্ড হলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন। বার্সেলোনার পরের ম্যাচ তুলমামুলক কম শক্তিশালী লাস পালমাসের বিপক্ষে হওয়ায় সেই ঝুঁকিটা আগেভাগেই নিতে চেয়েছিলেন সুয়ারেজ। এক ম্যাচ বসে থেকে পরের সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাথার ওপর নিষেধাজ্ঞার শঙ্কা ছাড়াই আবার শুরু করতে পারতেন তিনি।
একই কাজ করেছিলেন লেফটব্যাক জর্দি আলবাও। রেফারি আলবাকে হলুদ কার্ড দেখালেও পরে আর সুয়ারেজকে একই শাস্তি দেননি। হয়ত তিনিও বুঝতে পেরেছিলেন ইচ্ছে করে বার্সা খেলোয়াড়দের হলুদ কার্ড পাওয়ার লড়াইয়ে নামার কারণটা! এই ঘটনা চোখ এড়ায়নি লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসেরও। ফুটবল মাঠে এমন আচরণ কিছুতেই মেনে নিতে রাজি নন তিনি। স্প্যানিশ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজের এমন আচরণকে তেবাস বলেছেন 'শাস্তিযোগ্য'। মাঠে হলুদ কার্ড দেখায় সফল না হলেও তেবাস নিজেই চান এই আচরণের কারণে নিষিদ্ধ করা হোক সুয়ারেজকে।
"৫ নম্বর হলুদ কার্ড দেখার চেষ্টা করার জন্যই তার নিষিদ্ধ হওয়া উচিত। এরপর থেকে আমি এই ব্যাপারে খেয়াল রাখব, যাতে ফুটবল চাতুরতা আর প্রতারণার হাত থেকে মুক্ত থাকে।"
একই সাক্ষাৎকারে পরবর্তী এল ক্লাসিকোর সময়টাও জানিয়ে দিয়েছেন তেবাস। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সময় নির্ধারণ হয়েছিল এশিয়ার সমর্থকদের কথা মাথায় রেখে। এবার উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সমর্থকদের ধরতে সময় কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছে। মে মাসের ৬ তারিখে হওয়ার কথা রয়েছে ন্যু ক্যাম্পের ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে রাত ১২.৪৫ মিনিটে।